HS Result 2020: উচ্চমাধ্যমিকে রেকর্ড পাস, এগিয়ে কলকাতা
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
ওয়েবসাইটে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা রেজাল্ট দেখতে পারবেন বিকেল ৪টে থেকে ৷ ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা রেজাল্ট দেখতে লগ ইন করুন- www.news18bangla.com-এ ৷
#কলকাতা: প্রতীক্ষার অবসান ৷ কোভিড পরিস্থিতির মোকাবিলা করে অবশেষে প্রকাশিত উচ্চমাধ্যমিকের রেজাল্ট ৷ এবারের উচ্চমাধ্যমিকে কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না। নির্ধারিত সময়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। মাধ্যমিকে পিছিয়ে পড়লেও উচ্চমাধ্যমিকে উল্লেখযোগ্য ফল কলকাতার পড়ুয়াদের ৷ এবার উচ্চমাধ্যমিকে মেধাতালিকা প্রকাশ হল না৷
মোট পরীক্ষার্থী ৭ লাখ ৭৫ হাজার ৩৩৪ ৷ পাস করেছেন ৯০.১৩ শতাংশ ৷ ৫০০-এর মধ্যে সর্বোচ্চ নম্বর উঠেছে ৪৯৯৷ চলতি বছরে পাসের হারে নজির উচ্চমাধ্যমিকে ৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, এবারে পাশের হারে রেকর্ড ৷ গতবারের তুলনায় পাসের হার বাড়ল ৩.৮৩ শতাংশ ৷ ছেলেদের পাসের হার ৯০.৪৪ শতাংশ ৷ উচ্চমাধ্যমিকে ছাত্রীদের পাসের হার ৯০%-র বেশি ৷ ৯৮.৮৩ শতাংশ নিয়ে বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৷ বাণিজ্য বিভাগে পাসের হার ৯২.২২ শতাংশ৷ কলা বিভাগে পাসের হার ৮৮.৭৪ শতাংশ ৷ কলকাতা ছাড়াও উল্লেখযোগ্য ফল করেছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, হাওড়া, উত্তর ২৪ পরগণা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ৷
advertisement
advertisement
news18bangla ওয়েবসাইটেই ফল দেখা যাবে। নেওয়া যাবে রেজাল্টের প্রিন্টআউটও ৷ সবার আগে নির্ভুল রেজাল্ট দেখতে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা লগ ইন করুন- www.news18bangla.com-এ ৷ এরপর রোল নম্বরের (Roll Number) পাশাপাশি জন্ম তারিখ (Date Of Birth ) দিন ৷ তারপর ক্লিক করুন চেক রেজাল্টে (Check Result) ৷
advertisement
সংসদের তরফে জানানো হয়েছে যারা এদিনের রেজাল্টে সন্তুষ্ট হবেন না, তারা মুচলেকা জমা দিলে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার ব্যবস্থা করা হবে ৷ তবে সেক্ষেত্রে ওই পরীক্ষার ফল যাই হোক না কেন তাকেই চুড়ান্ত বলে মানা হবে ৷ যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে সেই বিষয়গুলিতেই স্ক্রুটিনির জন্যে আবেদন করা যাবে ৩১ অগাস্টের মধ্যে ৷
advertisement
৩১ জুলাই বেলা ২ টো থেকে ৫২টি বিতরণ কেন্দ্র থেকে পাওয়া যাবে মার্কশিট ৷ পরে তা স্কুল থেকে সংগ্রহ করতে পারবেন অভিভাবক ও পড়ুয়ারা ৷ এবছর মোট ৭ লক্ষেরও বেশি পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। চলতি বছর ১২ মার্চ থেকে শুরু হয় পরীক্ষা ৷ তারপর করোনা পরিস্থিতির কারণে মাঝপথেই লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় পরীক্ষা ৷ বাতিল হয়ে যায় ১৫ টি বিষয়ের পরীক্ষা ৷
advertisement
মূলত উচ্চমাধ্যমিক পরীক্ষা বাকি ছিল তা হল এডুকেশন,ফিজিক্স, নিউট্রিশন,অ্যাকাউন্টেন্সি,সংস্কৃত, কেমিস্ট্রি,ইকোনমিক্স,জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, পার্শিয়ান, অ্যারাবিক,ফ্রেঞ্চ, জিওগ্রাফি,স্ট্যাটিসটিক্স,কস্টিং ট্যাক্সেশন এবং হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 17, 2020 3:28 PM IST