East West Metro: হাওড়া মেট্রো স্টেশনে যাত্রীদের জন্য থাকছে এই বিশেষ পরিষেবা
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Sourav Tewari
Last Updated:
East West Metro: চলতি বছরের শেষে হাওড়া ময়দান মেট্রো স্টেশন সাধারণের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা আছে মেট্রো রেলের
হাওড়া: হাওড়া ময়দান থেকে পূর্ব-পশ্চিম মেট্রোর এসপ্ল্যানেড পর্যন্ত বেশিরভাগ স্টেশনের নির্মাণ কাজ প্রায় শেষ। এখন বৈদ্যুতিন, সৌন্দর্যায়ন এবং অন্যান্য বিবিধ কাজ পুরোদমে চলছে এবং প্রায় শেষের দিকে। চলতি বছরের শেষে হাওড়া ময়দান মেট্রো স্টেশন সাধারণের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা আছে মেট্রো রেলের। এই কাজ শেষ হলে হাওড়া থেকে এসপ্ল্যানেডে যাতায়াত করা যাবে। হাওড়া এবং কলকাতা, এই শতাব্দী প্রাচীন দুটি শহর হুগলি নদীর অধীনে মেট্রো পরিষেবা দ্বারা সংযুক্ত হবে। ভূগর্ভস্থ হাওড়া মেট্রো স্টেশন এখন চূড়ান্ত রূপ নিচ্ছে এবং এই স্টেশনটি ৩৫ মিটার গভীরতায় দেশের গভীরতম মেট্রো স্টেশন হতে চলেছে।
স্বয়ংক্রিয় ভাড়া সংগ্রহ এবং যাত্রী নিয়ন্ত্রণের জন্য হাওড়া স্টেশনের কনকোর্স স্তরে এএফসি-পিসি গেট স্থাপন করা হয়েছে। এই স্টেশনে মোট ৩২ টি এএফসি-পিসি গেটগুলি প্রত্যাশিত ভিড় পরিচালনার জন্য স্থাপন করা হবে। হাওড়া মেট্রো স্টেশনে সর্বাধিক সংখ্যক এএফসি-পিসি গেট থাকবে। এর মধ্যে কুড়িটি গেট দ্বিমুখী হবে যা স্টেশনকর্মীদের সর্বোচ্চ সময়ে যাত্রী চলাচলের দিক নিয়ন্ত্রণ এবং পরিবর্তন করতে সক্ষম করবে।
advertisement
এই ধরনের নমনীয়তার ফলে হাওড়া মেট্রো স্টেশনের ভাড়া এলাকা থেকে যাত্রীরা নির্বিঘ্নে প্রবেশ করতে পারবেন। ২০টির মধ্যে দুটি গেট হুইলচেয়ারগামী যাত্রীদের জন্য নির্ধারিত হবে। সাধারণ যাত্রীরাও এই দুটি গেট ব্যবহার করতে সক্ষম হবে। বাকি ১২টির মধ্যে ছয়টি গেট শুধুমাত্র যাত্রীদের প্রবেশ ও প্রস্থানের জন্য থাকবে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা চালু করা হবে এই সমস্ত আধুনিক এএফসি-পিসি গেটগুলি।
advertisement
advertisement
এই আধুনিক গেটগুলি প্রতি মিনিটে ৪৫ জন যাত্রী পরিচালনা করতে পারে। এই গেটগুলিতে যাত্রীরা তাদের মেট্রো টোকেন বা স্মার্ট কার্ড ব্যবহার করতে পারবেন। গেটগুলিতে রাখা হচ্ছে কিউআর কোড স্ক্যানারও যাতে কিউআর কোড-ভিত্তিক টোকেন রয়েছে এমন যাত্রীদের এই গেটগুলির মাধ্যমে সহজেই স্টেশনে প্রবেশ এবং বেরতে সক্ষম হন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2023 8:52 PM IST