Howrah Bridge: নতুন রূপে আসতে চলেছে সবার প্রিয় 'হাওড়া ব্রিজ'... রবীন্দ্র সেতু নিয়ে বিরাট সিদ্ধান্ত, দেখলে চমকে যাবেন
- Published by:Rachana Majumder
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
আবার প্রতিদিন আলো বদলের ব্যবস্থা থাকবে। আর সবাই এই লাইট অ্যান্ড সাউন্ড শো উপভোগ করতে পারবেন।
হাওড়া: হাওড়া ব্রিজে চালু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। এই কাজটির নাম ‘ডায়নামিক আর্কিটেকচারাল ইলুমিনেশন অফ রবীন্দ্র সেতু’। হুগলি নদীর উপর কলকাতা এবং হাওড়াকে জুড়ে রেখেছে এই ইস্পাতের সেতু। লক্ষ লক্ষ গাড়ি যাতায়াত করে। বহু ইতিহাসের সাক্ষী অশীতিপর হাওড়া ব্রিজ। এই বিখ্যাত ক্যান্টিলিভার ব্রিজের রাতের শোভা বাড়ানোর উদ্যোগ নিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কলকাতা বন্দর বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্টই এবার হাওড়া ব্রিজকে সাজিয়ে তুলতে চাইছে।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্টের ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি জানিয়েছেন, ‘এখন যেমন লাগে হাওড়া ব্রিজকে, তার চেয়ে ১০% সুন্দর লাগবে। আইফেল টাওয়ার এবং জ্যাকেস কার্টিয়ার ব্রিজের মতো সাজিয়ে তোলা হবে। ৮-৯ মাসের মধ্যে কাজ শেষ হবে। পরিকল্পনা নেওয়া হয়েছে বিশেষ ৫০ দিনে স্পেশ্যাল ব্যবস্থা থাকবে। আবার প্রতিদিন আলো বদলের ব্যবস্থা থাকবে। আর সবাই এই লাইট অ্যান্ড সাউন্ড শো উপভোগ করতে পারবেন।’ বন্দর সূত্রে খবর, কানাডায় সেন্ট লরেন্স নদীর উপরে জ্যাকেস কার্টিয়ার ব্রিজ। এই ব্রিজে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এই ব্রিজের আদলেই হাওড়া ব্রিজকে সাজিয়ে তোলা হবে।
advertisement
advertisement
আপাতত পরিকল্পনা হল, দুর্গাপুজো, স্বাধীনতা দিবসের মতো ৫০টি বিশেষ দিনে হাওড়া ব্রিজে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। পাঁচ থেকে দশ মিনিটের জন্য এই শো দেখানো হবে। টিকিট কেটে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানোর ব্যবস্থা করা হবে। কেন্দ্র সরকার চাইছে পর্যটনে গতি আসুক। সে কথা মাথায় রেখে দ্রুত হাওড়া ব্রিজের নয়া লুক প্রকাশ হতে চলেছে। আপাতত সমস্ত পরিকল্পনা সেরে ফেলা হয়েছে। আগামী মাস থেকেই এই আলো বদলের কাজ শুরু হয়ে যেতে পারে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে তারা বাংলা নববর্ষ থেকে এই বিশেষ আলোর খেলা দেখাবে রবীন্দ্র সেতুতে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 10, 2025 8:33 AM IST