মাছের ফ্রিজার থেকে দেহ উদ্ধার, হাওড়ার মাছবাজারে খুন

Last Updated:

হাওড়ায় মাছের ফ্রিজার থেকে দেহ উদ্ধার। গতরাতে মাছ বাজারের দুই কর্মীর মধ্যে গণ্ডগোল হয়।

#হাওড়া: হাওড়ায় মাছের ফ্রিজার থেকে দেহ উদ্ধার। গতরাতে মাছ বাজারের দুই কর্মীর মধ্যে গণ্ডগোল হয়। তখনই মাথায় লোহার আকশি দিয়ে আঘাত করে খুন করা হয় বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে গোলবাড়ি থানার পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্ত খুনের কথা কবুল করেছে।
ঘটনাস্থল হাওড়া স্টেশন সংলগ্ন মাছবাজার। এই মাছবাজারেই কাজ করতেন বিহারের বাসিন্দা ছোটন রাই এবং সুরেন্দর রাই ৷ পুলিশ তদন্তে জানতে পেরেছে, কোনও একটি বিষয় নিয়ে দু’জনের মধ্যে অনেক দিন ধরেই গণ্ডগোল চলছিল। রবিবার গভীর রাতে তা চরমে ওঠে অভিযোগ, ছোটনকে লোহার আকশি দিয়ে সুরেন্দর মাথায় মারে ৷ রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন ছোটন ৷ তখন তাকে মাছের ফ্রিজারে ঢুকিয়ে দেয় সুরেন্দর৷
advertisement
পুলিশ গিয়ে দেহ এবং ফ্রিজারটি উদ্ধার করে। প্রাথমিক জিঞ্জাসাবাদের পর আটক করে সুরেন্দরকে। পুলিশের দাবি, আটক করে জিঞ্জাসাবাদের সময় খুনের কথা কবুল করে সুরেন্দর। তদন্তকারীদের মতে, সুরেন্দরের একার পক্ষে ছোটনকে তুলে ফ্রিজারে ঢোকানো কঠিন। সেক্ষেত্রে আরও কেউ কি এই খুনে জড়িত? তদন্তে গোলবাড়ি থানার পুলিশ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মাছের ফ্রিজার থেকে দেহ উদ্ধার, হাওড়ার মাছবাজারে খুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement