বয়স্কদের সুচিকিত্সার জন্য এবার হসপিটাল অন হুইলস। হেল্পলাইন নম্বরে ফোন আসার ৪৫ মিনিটের মধ্যে চিকিত্সার যাবতীয় সরঞ্জাম ভরা অ্যাম্বুল্যান্স হাজির হবে বাড়িতে। সঙ্গে থাকবেন এক দক্ষ চিকিত্সক, দুজন নার্স।বিদেশে চালু হলেও শহর কলকাতায় এই প্রথম হসপিটাল অন হুইলস। হেল্পলাইন নম্বর ৯৯০৩৩৮৮৫৫৬ -এ ফোন আসার ৪৫ মিনিটের মধ্যেই চিকিত্সার অত্যাধুনিক সরঞ্জামে ভরা অ্যাম্বুল্যান্স এক চিকিত্সক এবং দুই নার্স নিয়ে পৌঁছে যাবে রোগীর বাড়িতে। ২০০৭ সাল থেকে দীর্ঘ পরিকল্পনার পর ২০১৮-র ডিসেম্বরে শহরে আত্মপ্রকাশ করে এই হসপিটাল অন হুইলস। বয়স্কদের সুচিকিত্সা দেওয়ার এই উদ্যোগ ৯ চিকিত্সকের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Helpline, Hospital, Hospital on Wheels