নির্যাতন শুরু! ৩০ বছর পর গঙ্গায় ফিরে আসা ডলফিন ধরে নির্মম অত্যাচার করে মেরে ফেলল যুবক!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
এবার সেই বিরল শুশুককে নদী থেকে তুলে চলল অমানবিক অত্যাচার । ফের প্রকৃতির উপর আঘাত হানল বিশ্বের সর্বোৎকৃষ্ট জীব । ঘটনাটি ঘটেছে এই মহনগরীতেই ।
#কলকাতা: সবেই একটু একটু করে নিজের ডানা মেলতে শুরু করেছে প্রকৃতি । বহুদিন পর মানুষের অত্যাচার থেকে নিজেকে বাঁচিয়ে সযত্নে নিজের লালন করছিল সে । লকডাউনে শুদ্ধ হয়ে যাওয়া বাতাসে প্রাণ ভরে শ্বাস নিচ্ছিল । কখনও ডলফিন, কখনও কচ্ছপ, কখনও বিরল ঈগলদের ফিরিয়ে আনছিল ভালবেসে । বহু যুগ পর নিজের সন্তানদের উড়তে শেখাচ্ছিল প্রকৃতি মা ।
কিন্তু ধ্বংসাত্মক মানুষের তা সইবে কেন? লকডাউনেও নিজের স্বরূপ নিয়ে ময়দানে হাজির হয়ে গেল প্রকৃতি ধ্বংসকারী মানুষের দল । এই লকডাউনের দীর্ঘ অবসরে ৩০ বছর পর গঙ্গার বুকে ফিরে এসেছিল ‘গ্যাঞ্জেটিক ডলফিন’ বা বাংলায় যাকে আমরা বলি শুশুক । কলকাতার বাবু ঘাটে গত মাসেই দেখা মিলেছিল তার । বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, কলকারখানা বন্ধ থাকায় তার দূষিত জল গঙ্গায় পড়ছে না । মানুষও ঘরবন্দি হওয়ায় গঙ্গাকে কলুষিত করতে পারছে না । ফলে দীর্ঘ ৩০ বছর পর ফের শুশুকরা মহানন্দে খেলে বেড়াচ্ছে গঙ্গার জলে ।
advertisement
কিন্তু এবার সেই বিরল শুশুককে নদী থেকে তুলে চলল অমানবিক অত্যাচার । ফের প্রকৃতির উপর আঘাত হানল বিশ্বের সর্বোৎকৃষ্ট জীব । ঘটনাটি ঘটেছে এই মহনগরীতেই । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে । তাতে দেখা যাচ্ছে, কী ভাবে একটি শুশুকের মুখ হাঁ করিয়ে তার উপর অত্যাচার করছে একদল যুবক । জানা গিয়েছে, রফিকু শেখ নামের ওই যুবক শুশুকের ওই ছানাটিকে এমন নির্যাতন করে যে সেটি কিছুক্ষণের মধ্যেই মারা যায় । মর্মান্তিক এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ঘটনার বীভৎসতায় চমকে যান নেটিজেনরা । অবিলম্বে ওই যুবক ও তার সহকারীদের গ্রেফতারের দাবি ওঠে ।
advertisement
advertisement
As Gangetic Dolphin returns to Hoogly river (West Bengal), person named Rafiku Shaikh tortured one infant dolphin to death and uploaded video
These people are not humans they are evils pic.twitter.com/DNxIlVHaZO — Rangoli Chandel (@girlpower0987) May 13, 2020
As dolphins return to Kolkata, Bengal men torture one on camera.
Everything wrong with humans today.https://t.co/58fKnKDXja — Namta Gupta (@Namta_G) May 12, 2020
advertisement
Speechless!!! Young helpless gangetic dolphin literally tortured to death by group of men on the banks of Hooghly, India's West Bengal state. The matter is under investigation.https://t.co/ujkpyE2Jbo pic.twitter.com/RmT5EEdwYl
— Marine Connection (@MC_org) May 12, 2020
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2020 10:31 AM IST