রাজ্যের আপত্তি খারিজ, তিন আইপিএস-কে ডেপুটেশনে পাঠাল কেন্দ্র
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
#কলকাতা: নবান্নের আপত্তি খারিজ করে দিয়েই রাজ্যের তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ আজই সেই সংক্রান্ত চিঠি নবান্নে এসে পৌঁছেছে৷ তিন আইপিএস অফিসার ভোলানাথ পান্ডে, প্রবীণ কুমার এবং রাজীব মিশ্রকে পোস্টিংও দিয়ে দেওয়া হয়েছে৷
দক্ষিণ চব্বিশ পরগণার শিরাকোলে বিজেপি সভাপতি জে পি নাড্ডার কনভয়ের উপরে হামলার পরেই এই তিন অফিসারকে ডেপুটেশনে চেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ যা নিয়ে আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার৷ তাঁদের দাবি ছিল, রাজ্যের সম্মতি ছাড়া আইপিএস অফিসারদের এ ভাবে ডেপুটেশনে ডেকে নিতে পারে না কেন্দ্র৷
কিন্তু এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে রাজ্যের এই আপত্তিকে সম্পূর্ণ অগ্রাহ্য করা হয়েছে৷ চিঠির নির্দেশ অনুযায়ী, দক্ষিণবঙ্গের আইজি রাজীব মিশ্রকে ইন্টো টিবেটান বর্ডার পুলিশে পাঠানো হয়েছে পাঁচ বছরের জন্য৷ প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীণ কুমার যাচ্ছেন এসএসবি-তে৷ তাঁকেও পাঁচ বছরের জন্য পোস্টিং দেওয়া হয়েছে৷ আর ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি ভোলানাথ পান্ডেকে তিন বছরের জন্য পুলিশ রিসার্চ ব্যুরোতে পাঠানো হয়েছে৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 17, 2020 3:22 PM IST
