রাজ্যের আপত্তি খারিজ, তিন আইপিএস-কে ডেপুটেশনে পাঠাল কেন্দ্র

Last Updated:
#কলকাতা: নবান্নের আপত্তি খারিজ করে দিয়েই রাজ্যের তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ আজই সেই সংক্রান্ত চিঠি নবান্নে এসে পৌঁছেছে৷ তিন আইপিএস অফিসার ভোলানাথ পান্ডে, প্রবীণ কুমার এবং রাজীব মিশ্রকে পোস্টিংও দিয়ে দেওয়া হয়েছে৷
দক্ষিণ চব্বিশ পরগণার শিরাকোলে বিজেপি সভাপতি জে পি নাড্ডার কনভয়ের উপরে হামলার পরেই এই তিন অফিসারকে ডেপুটেশনে চেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ যা নিয়ে আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার৷ তাঁদের দাবি ছিল, রাজ্যের সম্মতি ছাড়া আইপিএস অফিসারদের এ ভাবে ডেপুটেশনে ডেকে নিতে পারে না কেন্দ্র৷
কিন্তু এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে রাজ্যের এই আপত্তিকে সম্পূর্ণ অগ্রাহ্য করা হয়েছে৷ চিঠির নির্দেশ অনুযায়ী, দক্ষিণবঙ্গের আইজি রাজীব মিশ্রকে ইন্টো টিবেটান বর্ডার পুলিশে পাঠানো হয়েছে পাঁচ বছরের জন্য৷ প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীণ কুমার যাচ্ছেন এসএসবি-তে৷ তাঁকেও পাঁচ বছরের জন্য পোস্টিং দেওয়া হয়েছে৷ আর ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি ভোলানাথ পান্ডেকে তিন বছরের জন্য পুলিশ রিসার্চ ব্যুরোতে পাঠানো হয়েছে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যের আপত্তি খারিজ, তিন আইপিএস-কে ডেপুটেশনে পাঠাল কেন্দ্র
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement