রাজ্যের প্রস্তাবেই সায়, ডিজি-মুখ্যসচিবের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রকের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
#কলকাতা: রাজ্যের প্রস্তাব মেনেই মুখ্যসচিব এবং ডিজি-র সঙ্গে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে বৈঠকে রাজি হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার জেরে গত সোমবার রাজ্যের মুখ্যসচিব অলাপন বন্দ্যোপাধ্যায় এবং ডিজি বীরেন্দ্রকে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকে তলব করা হয়েছিল৷ কিন্তু সেই হাজিরা এড়িয়েছিলেন রাজ্য পুলিশ- প্রশাসনের দুই শীর্ষ আধিকারিক৷ কিন্তু ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে তাঁদেরকে দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছিল৷
যদিও এবারেও দিল্লি যেতে নারাজ ছিলেন মুখ্যসচিব এবং ডিজি৷ করোনা আবহে তাঁদের পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে স্বরাষ্ট্রমন্ত্রককে জানান তাঁরা৷ বদলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকের প্রস্তাব দেয় রাজ্য৷ সেই প্রস্তাবেই সায় দিয়েছে কেন্দ্র৷ ফলে এ দিন বিকেলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে রাজ্যের মুখ্যসচিব এবং ডিজি-র ভার্চুয়াল বৈঠক হবে৷
বিজেপি সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্যের গাফিলতির দিকেই আঙুল তুলেছে কেন্দ্র৷ বিজেপি সভাপতির নিরাপত্তায় ঘাটতি ছিল বলেও মত কেন্দ্রের৷ পুলিশ, প্রশাসনের শীর্ষ কর্তা হিসেবে এই গাফিলতির দায় ডিজি এবং মুখ্যসচিবের বলেই মনে করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ সেই কারণে দেখিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লার সামনে হাজিরা দিতে বলা হয় ডিজি এবং মুখ্যসচিবকে৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2020 4:53 PM IST

