নবম-দশম শিক্ষক নিয়োগে 'হাইজাম্প' ফর্মুলায় বিস্মিত কলকাতা হাইকোর্ট, রিপোর্ট তলব  

Last Updated:

মার্চ মাসের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের রিপোর্ট তলব করা হয়েছে।

#কলকাতা: এসএলএসটি ২০১৬ নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেন সৌরভ কর্মকার। ভূগোল বিষয়ে ওবিসি-বি ক্যাটাগরি'র মেধাতালিকায় তাঁর নাম ছিল ৬৫ নম্বরে। একই বিষয়ে মেধাতালিকায় নিচে ছিলেন অনেকেই। অথচ চতুর্থ দফার কাউন্সেলিং পর্বে ডাক পেয়েছেন নিচে থাকারা, সৌরভ কর্মকার নন। এমনই অনিয়ম অভিজ্ঞতা নিয়ে প্রায় অভিযোগ জানানো হয় স্কুল সার্ভিস কমিশনে। কমিশন কোনও পদক্ষেপ না নেওয়ায় জল গড়ায় হাইকোর্টে।মামলায় হাইকোর্টের কাছে আবেদন রেখে সুবিচার চাওয়া হয়।
নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। এরআগেও মামনি বসাকের মেধা তালিকার অনিয়মের অনুরূপ মামলায় অভিযোগ জেনে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের প্রতিক্রিয়া ছিল "এমনটা কীভাবে সম্ভব!"
চতুর্থ দফার নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ। ডিসেম্বর মাসের মামলায় মারাত্মক অভিযোগ পেয়ে কমিশনকে প্রশ্নে বিঁধতে ছাড়েনি আদালত। এবারও সৌরভ কর্মকার-এর মামলায় হাইজাম্পে মেধা তালিকায় এগিয়ে যাওয়ার রহস্যভেদে রিপোর্ট চায় হাইকোর্ট।
advertisement
advertisement
মার্চ মাসের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের রিপোর্ট তলব করা হয়েছে। কমিশনের রিপোর্ট পাওয়ার পর এপ্রিল ২০২০ মামলার ফের শুনানি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের । সৌরভ কর্মকারের আইনজীবী ফিরদৌস শামীমে'র কথায়, "নিয়ম মেনে নিয়োগ হচ্ছে না। ওবিসি তালিকায় আমার মক্কেলের পিছনের প্রার্থী সাধারণ তালিকায় জায়গা পেয়েছে। পছন্দসই স্কুল পেয়েছে অথচ আমার মক্কেল বঞ্চিত। কমিশনের রিপোর্টের অপেক্ষায় রয়েছি।"
advertisement
নবম-দশম, একাদশ-দ্বাদশ এই চার ক্লাসের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসে প্রায় ৮ লক্ষ নিয়োগপ্রার্থী। ২০১৬ সালে রাজ্যে প্রথম শুরু হয় স্টেট লেভেল সিলেকশন টেস্ট (এসএলএসটি)। প্রথম কয়েকটি পর্যায়ের নিয়োগেও একাধিকবার অভিযোগের কাঠগড়ায় দাঁড়িয়েছে কমিশন।
আইনের গেরো কাটিয়ে অনেক নিয়োগ সম্পূর্ণ করেছে কমিশন। এবারও কি তেমনটাই হবে? নাকি অভিযোগের ঘনঘটায় ফের নিয়োগ প্রক্রিয়া দীর্ঘায়িত হবে। উত্তর দেবে ভবিষ্যৎই।
advertisement
ARNAB HAZRA
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নবম-দশম শিক্ষক নিয়োগে 'হাইজাম্প' ফর্মুলায় বিস্মিত কলকাতা হাইকোর্ট, রিপোর্ট তলব  
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement