#বীরভূম: এইবারের উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে প্রথম হয়েছে রাজর্ষি বর্মন জেনকুন্স স্কুল কোচবিহার ও শোভন মণ্ডলের প্রাপ্ত নম্বর ৪৯৮, ৯৯.৬ শতাংশ হারে নম্বর পেয়েছেন তাঁরা ৷ বীরভূম জেলা স্কুলের ছাত্র ৷
শোভন মণ্ডল তার কৃতজ্ঞতা জানিয়েছেন শিক্ষকদের প্রতি উচ্চমাধ্যমিকের অন্যতম প্রথম শোভন মণ্ডল ৷ বিজ্ঞান বিবাগের মেধাবী ছাত্র শোভন বড় হয়ে ডাক্তার হতে চায় ৷ তোমন ভাবে রুটিন মেনে লেখাপড়া না করলেও দিনে কমসে কম ১০ ঘণ্টা করে লেখাপড়া করেছে ৷
বীরভূম জেলা স্কুলের ছাত্র শোভন মণ্ডল ৷ স্বভাবে শান্ত ও স্নিগ্ধ ৷