Higher Secondary Exam 2022: 'উচ্চ মাধ্যমিকে হোম সেন্টারে নজরদারিতে শিক্ষকের অভাব নেই', রাজ্যকে রিপোর্ট দিল ডিআই-রা

Last Updated:

উচ্চ মাধ্যমিকে হোম সেন্টারে পরীক্ষা হলেও কোনও স্কুলে নজরদারির জন্য শিক্ষকের অভাব নেই। শুক্রবার প্রতিটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকরা রিপোর্ট দিয়ে এমনটাই জানাল রাজ্য স্কুল শিক্ষা দফতরকে

#কলকাতা: উচ্চ মাধ্যমিকে হোম সেন্টারে পরীক্ষা হলেও কোনও স্কুলে নজরদারির জন্য শিক্ষকের অভাব নেই। শুক্রবার প্রতিটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকরা রিপোর্ট দিয়ে এমনটাই জানাল রাজ্য স্কুল শিক্ষা দফতরকে। প্রসঙ্গত, রাজ্য সরকার শিক্ষকদের বদলির জন্য উৎসশ্রী প্রকল্প চালু করেছে। তার জেরে বিভিন্ন জেলার প্রান্তিক অঞ্চলগুলিতে শিক্ষকদের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে, এমনটাই অভিযোগ শিক্ষকদের একাংশের। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হওয়ার জন্য প্রতিটি উচ্চ মাধ্যমিক স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। সে ক্ষেত্রে প্রতিটি স্কুলে যাতে পর্যাপ্ত সংখ্যক নজরদারির জন্য শিক্ষক শিক্ষিকা থাকেন, সেটাই নিশ্চিত করতে চাইছে রাজ্য।
স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, শুক্রবার এই বিষয় নিয়ে প্রতিটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের থেকে রিপোর্ট চায় স্কুল শিক্ষা দফতর। সেই রিপোর্টে ২৪ টি জেলার ২৫ টি স্কুল বিদ্যালয় পরিদর্শক পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা থাকার কথা জানিয়েছে। স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর, এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্কুল শিক্ষা দফতরকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলেন। যদিও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে স্কুল- বিদ্যালয় পরিদর্শককে বলা হয়েছে, যদি কোনও স্কুলের শিক্ষক শিক্ষিকার ঘাটতি থাকে, তাহলে নিকটবতী জুনিয়র হাই স্কুল, মাধ্যমিক স্কুল থেকে যেন  শিক্ষক-শিক্ষিকা নিয়ে যাওয়া হয় নজরদারির জন্য।
advertisement
অন্যদিকে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যে নির্দেশ দিয়েছে, যেদিন যে-বিষয়ে পরীক্ষা হবে, সেই বিষয়ের সঙ্গে যুক্ত শিক্ষক-শিক্ষিকারা কোনওভাবেই নজরদারির দায়িত্বে থাকতে পারবেন না। হোম সেন্টারে পরীক্ষা হওয়ার জন্যই এই সিদ্ধান্ত স্কুলগুলিতে, এমনটাই জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রসঙ্গত এ'বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আট লক্ষেরও বেশি পরীক্ষার্থী। সাড়ে ছয় হাজারের বেশি পরীক্ষাকেন্দ্রে রাজ্যজুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। একটি জেলা বাদে রাজ্যের সবক'টি জেলাতেই ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। এদিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে একটি রিভিউ বৈঠক করেন। সেই বৈঠকেই নজরদারির জন্য যাতে শিক্ষক-শিক্ষিকাদের ঘাটতি না হয়, সেই বিষয়ে নিশ্চিত হওয়ার নির্দেশ দেওয়া হয় বলেই সূত্রের খবর।
advertisement
advertisement
হোম সেন্টার পরীক্ষা হওয়ার জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই স্পেশাল অবজার্ভার হিসেবে একজন করে থাকবেন। এই স্পেশাল অবজার্ভার সরকারি আধিকারিক হবেন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই যাতে স্পেশাল অবজার্ভার হিসেবে সরকারি আধিকারিক থাকেন, সেই বিষয়ে ইতিমধ্যেই স্কুল শিক্ষা সচিব, মুখ্যসচিবের বৈঠক হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে এ' বছরই প্রথম হোম সেন্টারে পরীক্ষা নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
advertisement
Somraj Bandopadhyay
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Higher Secondary Exam 2022: 'উচ্চ মাধ্যমিকে হোম সেন্টারে নজরদারিতে শিক্ষকের অভাব নেই', রাজ্যকে রিপোর্ট দিল ডিআই-রা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement