Higher Secondary: একাদশ-দ্বাদশে 'ক্যালকুলেটর' ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, জারি হল সংশোধিত নির্দেশিকা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Higher Secondary: ক্যালকুলেটর ব্যবহার নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার বড় সিদ্ধান্ত নিল।ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিকে চালু হয়েছে সেমেস্টার সিস্টেম। যেখানে আমূল পরিবর্তন হয়েছে পরীক্ষা নেওয়ার ধরণ থেকে সিলেবাস।
কলকাতা: ক্যালকুলেটর ব্যবহার নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার বড় সিদ্ধান্ত নিল।ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিকে চালু হয়েছে সেমেস্টার সিস্টেম। যেখানে আমূল পরিবর্তন হয়েছে পরীক্ষা নেওয়ার ধরণ থেকে সিলেবাস।
কয়েক মাস আগেই শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, সেমেস্টার ব্যবস্থায় ব্যবহার করা যাবে না ক্যালকুলেটর। এ বার নির্দেশিকায় পরিবর্তন আনল শিক্ষা সংসদ।
নয়া নিয়ম অনুযায়ী, একাদশ এবং দ্বাদশে মোট চারটি সেমেস্টারে পরীক্ষা হবে বলে আগেই জানিয়েছিল শিক্ষা সংসদ। পড়ুয়াদের নির্বাচিত বিষয়গুলির মধ্যে যে বিষয়ের প্র্যাক্টিক্যাল রয়েছে, সেখানে জটিল অঙ্কের দ্রুত সমাধান করার জন্য ক্যালকুলেটর নিষিদ্ধ করা হয়েছিল। তার ফলে চিন্তায় পড়েছিল পড়ুয়ারা। এ বার তাদের কথা ভেবে নিয়মে পরিবর্তন আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
advertisement
advertisement
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ক্যালকুলেটর ব্যবহারে আমরা ছাড়পত্র দিলাম। তবে পড়ুয়ারা শুধুমাত্র সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, কোনও বৈজ্ঞানিক ক্যালকুলেটর না।”
তবে শিক্ষক মহলের একাংশের দাবি, শুধু মাত্র প্র্যাক্টিক্যাল পরীক্ষা কেন, থিয়োরি পরীক্ষাতেও অনেক জটিল অঙ্ক থাকে, যার জন্যে পড়ুয়ারা নানা অসুবিধার সম্মুখীন হয়। সেই বিষইয়েও নজর দেওয়া উচিত ছিল শিক্ষা সংসদের।
advertisement
যদিও শিক্ষক মহলের অন্য এক অংশের বক্তব্য, যে পদ্ধতিতে নয়া সেমেস্টার ব্যবস্থা চালু করা হয়েছে, তাতে থিয়োরি পরীক্ষায় ক্যালকুলেটরের বিশেষ প্রয়োজন হবে না। তাই পড়ুয়াদের কথা ভেবেই প্র্যাক্টিক্যালে ক্যালকুলেটর ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
এ প্রসঙ্গে যাদবপুর বিদ্যাপীঠের প্রধানশিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, “প্রথমে পুরোপুরি বাতিল করেও প্র্যাক্টিক্যালে ক্যালকুলেটরের ব্যবহার ছাত্র স্বার্থেই নেওয়া। এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2025 8:10 PM IST