Home /News /kolkata /
সিপিএমের মামলা নিয়ে হাইকোর্টের চরম ভর্ৎসনার মুখে নির্বাচন কমিশন

সিপিএমের মামলা নিয়ে হাইকোর্টের চরম ভর্ৎসনার মুখে নির্বাচন কমিশন

File Photo

File Photo

অনলাইনে মনোনয়ন জমা দেওয়া নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করে সিপিএম ৷ সেই মামলার শুনানিতেই চরম ভর্ৎসনার মুখে পড়ে নির্বাচন কমিশন ৷

 • Share this:

  #কলকাতা: অনলাইনে মনোনয়ন জমা দেওয়া নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করে সিপিএম ৷ সেই মামলার শুনানিতেই চরম ভর্ৎসনার মুখে পড়ে নির্বাচন কমিশন ৷ সোমবার হাইকোর্টে বিশ্বনাথ সম্মাদারের ডিভিশন বেঞ্চে তোপের মুখে পড়ে নির্বাচন কমিশন ৷

  ভাঙরের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে বাধা পেলে তারা অনলাইনে মনোনয়ন জমা দেন ৷ আদালত সেই মনোনয়নকে স্বীকৃতিও দিয়েছে ৷ নির্বাচন কমিশনকে সেই মনোনয়নগুলি গ্রহণ করতে নির্দেশও দেয় আদালত ৷ হাইকোর্টের সেই নির্দেশ মেনেই বাম প্রার্থীরা অনলাইনে মনোনয়ন জমা দেন ৷ এদিন বামপ্রার্থীদের সেই তালিকাই নির্বাচন কমিশনের আইনজীবী আদালতের সামনে তুলে ধরেন ৷ আর এরপরেই বিচারপতি নির্বাচন কমিশনের আইনজীবীর উপর কার্যত ক্ষোভে ফেটে পড়েন ৷

  কমিশনকে সরাসরি প্রশ্ন করে ডিভিশন বেঞ্চ ৷

  ‘আমাদের নির্দেশনামা পড়েছেন? এখনও ঘুম ভাঙেনি কমিশনের ৷ এই তালিকা দেখিয়ে কী প্রমাণ করাতে চাইছেন ?’

  এরপর ফের দুপুর ২টোর মধ্যে কমিশনের আইনজীবীকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত ফাইল খতিয়ে দেখে ফের আদালতে উপস্থিত হতে ৷ বিস্তারিত তথ্য জমার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে ৷ দুপুর ২টোয় ফের মামলার শুনানি হবে আদালতে ৷

  First published:

  Tags: Election Commission, Highcourt, Panchayat Election 2018

  পরবর্তী খবর