#কলকাতা: অনলাইনে মনোনয়ন জমা দেওয়া নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করে সিপিএম ৷ সেই মামলার শুনানিতেই চরম ভর্ৎসনার মুখে পড়ে নির্বাচন কমিশন ৷ সোমবার হাইকোর্টে বিশ্বনাথ সম্মাদারের ডিভিশন বেঞ্চে তোপের মুখে পড়ে নির্বাচন কমিশন ৷
ভাঙরের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে বাধা পেলে তারা অনলাইনে মনোনয়ন জমা দেন ৷ আদালত সেই মনোনয়নকে স্বীকৃতিও দিয়েছে ৷ নির্বাচন কমিশনকে সেই মনোনয়নগুলি গ্রহণ করতে নির্দেশও দেয় আদালত ৷ হাইকোর্টের সেই নির্দেশ মেনেই বাম প্রার্থীরা অনলাইনে মনোনয়ন জমা দেন ৷ এদিন বামপ্রার্থীদের সেই তালিকাই নির্বাচন কমিশনের আইনজীবী আদালতের সামনে তুলে ধরেন ৷ আর এরপরেই বিচারপতি নির্বাচন কমিশনের আইনজীবীর উপর কার্যত ক্ষোভে ফেটে পড়েন ৷
কমিশনকে সরাসরি প্রশ্ন করে ডিভিশন বেঞ্চ ৷
এরপর ফের দুপুর ২টোর মধ্যে কমিশনের আইনজীবীকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত ফাইল খতিয়ে দেখে ফের আদালতে উপস্থিত হতে ৷ বিস্তারিত তথ্য জমার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে ৷ দুপুর ২টোয় ফের মামলার শুনানি হবে আদালতে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Election Commission, Highcourt, Panchayat Election 2018