অভিনব ! একই ব্যক্তির দু-দুবার ফাঁসির নির্দেশ, দুই বারই মৃত্যুদণ্ড রদ করল হাইকোর্ট

Last Updated:
#কলকাতা: অভিনব, অনন্য,  উল্লেখযোগ্য...যে-কোনও বিশেষণও কম মনে হবে। ঘটনা শুনলে চোখ কপালে ওঠার জোগাড়! একই ব্যক্তির দু-দুবার ফাঁসির নির্দেশ। আর পরপর দুই বারই মৃত্যুদণ্ড রদ করল হাইকোর্ট।
সল্টলেকের আনিসুর রহমানের দ্বিতীয় মৃত্যুদণ্ড মঙ্গলবার খারিজ করল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। পরিবর্তে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড ও লক্ষাধিক টাকার জরিমানা নির্দেশদেওয়া হয়। এখনই ৭৫ আনিসুরের। ৩০ বছর জেলবন্দী থেকে মুক্ত হয়ে বেরতে ৮৮ ছোঁবেন তিনি। কাজেই মৃত্যুদণ্ড রদ হয়।
আনিসুর রহমানের আইনজীবী ইন্দ্রজিত দে জানান, ২০০২ সালে মাদক মামলায় গ্রেফতার হয় আনিসুর। পাশাপাশি সাড়ে তিন কেজি হেরোইন রাখার আলাদা মামলা চলতে থাকে। প্রথম মাদক মামলায় ২০০৬ সালে নগর দায়রা আদালত তাঁকে ফাঁসির সাজা শোনায়। ২০১২ সালে সেই মৃত্যুদণ্ড রদ করে হাইকোর্ট। ২০১৫ সালে হেরোইন রাখায় মাদক আইনে 31A ধারায় মৃত্যুদণ্ড হয়। মৃত্যুর সাজা দেয় বারাসাত আদালত। বারাসত আদালতে মৃত্যুদণ্ডের সাজা এদিন রদ করে দেয় হাইকোর্ট।
advertisement
advertisement
এক ব্যক্তির দুবার মৃত্যুদণ্ডের সাজা এবং দুই বারই মৃত্যুদণ্ডের সাজা রদ হাইকোর্টে। এমন ঘটনা নজিরবিহীন বলেই বলছেন আইনজীবীরা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
অভিনব ! একই ব্যক্তির দু-দুবার ফাঁসির নির্দেশ, দুই বারই মৃত্যুদণ্ড রদ করল হাইকোর্ট
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement