শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত খারিজ করলেন বিচারপতি! মেডিক্যাল কাউন্সিলকে দেওয়া হল বড় নির্দেশ

Last Updated:

আদালতের বক্তব্য, রেজিস্ট্রেশন বাতিলের কারণ জানানো হয়নি শান্তনুকে। কাউন্সিলকে পাল্টা নির্দেশও দিয়েছে আদালত।

News18
News18
কলকাতা: রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের যে সিদ্ধান্ত ঘোষণা করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল, তা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। সোমবার হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। আদালতের বক্তব্য, রেজিস্ট্রেশন বাতিলের কারণ জানানো হয়নি শান্তনুকে। কাউন্সিলকে পাল্টা নির্দেশও দিয়েছে আদালত। মেডিক্যাল কাউন্সিল তার তদন্ত বা যাবতীয় রিপোর্ট শান্তনু সেনকে পাঠাবে এবং বক্তব্য শুনবে।
শান্তনুর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, ‘কুড়ি বছর ধরে প্র‍্যাক্টিস করছেন। আই এম এ নির্বাচনে সফল হয়েছিলেন। হঠাৎ করে রাজ্য মেডিকেল কাউন্সিল একটি স্বতঃস্ফূর্ত পদক্ষেপ নেয়। তাকে যা জিজ্ঞেস করা হয় উত্তর দেন। অভিযোগ আনা হয়। তারপর দুপুরে হঠাৎ করে IMA প্রেসিডেন্ট মিডিয়া কনফারেন্স করে জানিয়ে দেন দু বছরের জন্য সাসপেন্ড। অথচ আমায় কোনও ফোন করা হয়নি। মামলা দায়ের হওয়ার পরেও কোনও ইমেল ফোন ইত্যাদির মাধ্যমে জানানো হয়নি।’
advertisement
‘ডিপ্লোমা ফেলোশিপ গ্লাসগো এটা সম্মানীয় ডিগ্রি। এটা সাধারণ মানুষ কী বুঝবেন? ডিপ্লোমা কোন ডিগ্রি নয়, সেটা কিভাবে বোঝা যাবে? মামলাকারী ৬ বছর ধরে এই ডিপ্লোমা ব্যবহার করছেন এখন পদক্ষেপ কেন?’ রাজ্যকে প্রশ্ন বিচারপতির।
advertisement
সাসপেনশন চিঠিতে সই ছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়ের কন্যার। আদালত থেকে স্বস্তি পেয়ে সেই সুদীপ্ত রায়কেই চিঠি পাঠালেন শান্তনু। গত ৩’রা জুলাই সুদীপ্ত রায় জানান, “আমার রেজিষ্ট্রেশন সাসপেন্ড করা হয়েছে দুই বছরের জন্য। যদিও আমাকে কোনও নোটিশ আজ পর্যন্ত পাঠায়নি। চার তারিখ রাতে আমরা দেখতে পাই, ওয়েবসাইটে আমার সাসপেনশন নোটিশ আপলোড করা হয়। আমি চ্যালেঞ্জ করেছিলাম আমার রেজিস্ট্রশন বাতিল করে দেখাক? আমার সামাজিক সম্মানহানি ঘটাতে এটা করা হয়েছিল। আজ আদালত থেকে যোগ্য জবাব পেয়েছে মাননীয় সভাপতি। আমি আগের মতোই প্র‍্যাকটিস করতে পারব। IMA ভোটেও এমন আচরণ করতে নেমেছিল। ক্ষমতার অপব্যাবহার করে এমন আচরণ করেছিলেন মাননীয় সভাপতি। এমন আচরণের জন্য সরকারের এত কাজ সত্ত্বেও কিছু মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত খারিজ করলেন বিচারপতি! মেডিক্যাল কাউন্সিলকে দেওয়া হল বড় নির্দেশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement