৩১ ডিসেম্বর শেষ হচ্ছে মেয়াদ, নিয়োগ মামলায় কী করছে রাজ্য, প্রশ্ন হাইকোর্টের
Last Updated:
সিভিক পুলিশ নিয়োগ জটিলতা নিয়ে এখনও মিলল না সমাধান ৷ সিভিক পুলিশ মামলায় রাজ্যের কাছে অবস্থান জানতে চাইল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷
#কলকাতা: সিভিক পুলিশ নিয়োগ জটিলতা নিয়ে এখনও মিলল না সমাধান ৷ সিভিক পুলিশ মামলায় রাজ্যের কাছে অবস্থান জানতে চাইল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ একইসঙ্গে সিঙ্গল বেঞ্চের নির্দেশ মেনে রাজ্য কোনও পদক্ষেপ নিয়েছে কিনা তাও এদিন জানতে চায় হাইকোর্ট ৷ শুক্রবারের মধ্যে বিস্তারিত রিপোর্ট সহ রাজ্যকে নিজের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিল অস্থায়ী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ এই মামলার রায়ের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় তিনশোরও বেশি সিভিক পুলিশের ভবিষ্যৎ ৷
চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হতে চলেছে সিভিক পুলিশের সার্ভিসের মেয়াদ ৷ কিন্তু এখনও কোনও সমাধান না মেলায় আশা-আশঙ্কার দোলাচলে সিভিক ভলান্টিয়ারদের ভাগ্য ৷
এর আগে সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রেখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দুর্নীতি রুখতে সিভিক পুলিশ নিয়োগে ৩ সদস্যের রিভিউ কমিটি গড়ার নির্দেশ দেয় রাজ্যকে ৷ কমিটিতে অর্থ ও পরিবহণ দফতরের প্রধান সচিব ও বিধাননগরের পুলিশ কমিশনার থাকবেন ৷ কমিটির সুপারিশ মেনে সিভিক পুলিশ নিয়োগ করা হবে ৷ কিন্তু তিন মাস কেটে যাওয়ার পর কি পদক্ষেপ নিয়েছে রাজ্য তা বুধবার জানতে চায় রাজ্য ৷ হাইকোর্ট এদিন অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করে, ‘সিঙ্গল বেঞ্চের নির্দেশ মেনে কী করেছে রাজ্য? কোনও কমিটি কি আদৌ গঠন হয়েছে? কমিটি তৈরি হলে তার অবস্থান কী?’ শুক্রবার মামলার আগামী শুনানিতে জবাব দিতে হবে রাজ্যকে ৷
advertisement
advertisement
সিঙ্গল বেঞ্চের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে হাইকোর্ট নারাজ থাকায় বিচারপতি সঞ্জীব রায়ের দেওয়া রায়ই বহাল থাকে ৷ এর ফলে আদালতের রায়ে নিয়োগে অনিয়মের কারণে যেসব ভলান্টিয়ারদের নিয়োগ বাতিল হয়েছিল তাদের পুনর্বহালের কোনও আশা প্রায় শেষ ৷
চলতি বছরের ২০ মে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সিভিক পুলিশের নিয়োগে অনিয়মের কথা মেনে নিয়ে রায় দেন, বারিকুল ও সারেঙ্গা থানায় ২০১৩ সালের নিযু্ক্ত সিভিক ভলান্টিয়ারদের নিয়োগপত্র বাতিল করা হবে ৷ এর ফলে চাকরি হারান প্রায় তিনশোর অধিক সিভিক ভলান্টিয়ার ৷
advertisement
বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এই রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করে সারেঙ্গা ও বারিকুল থানার চাকরি হারানো ভলান্টিয়াররা ৷ বিচারপতি নিশীতা মাত্রের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশের আবেদন খারিজ করে সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে ৷
বাঁকুড়ার দুই থানায় সিভিক পুলিশ ভলান্টিয়ার নিয়োগের নথি দেখে শুনানিতেই বিস্ময় প্রকাশ করেছিলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। ২০১৩র ১২ এপ্রিল নেওয়া ইন্টারভিউয়ে অনিয়মের কথা হাইকোর্টে দাঁড়িয়ে কার্যত স্বীকার করে নিয়েছিলেন সরকারি আইনজীবীও।
advertisement
সারেঙ্গা থানায় ১ দিনে ১৩৫১ জনের ইন্টারভিউ নেওয়া হয় ৷ এর মধ্যে নিয়োগ ১২০ জনকে নিয়োগ করা হয় ৷ আর বাড়িকুল থানা ১ দিনে ৮৭৫ জনের ইন্টারভিউয়ের পর ২০০ জনকে নিয়োগ করা হয় ৷ ২০ মে হাইকোর্টের এই রায়ের পর বাতিল হয়ে যায় এই ৩২০ জন সিভিক পুলিশের নিয়োগপত্র ৷ রায় দিতে গিয়ে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘সিভিক পুলিশ ভলান্টিয়ার ফোর্স নিয়োগে ধোঁকাবাজি ৷ নিয়োগে কোনও স্বচ্ছতা নেই ৷ বাঁকুড়ার ঘটনা হিমশৈলের চূড়ামাত্র ৷’
advertisement
এদিন এই নথি দেখে বিস্মিত হাইকোর্টও ৷ বিচারপতি নিশীতা মাত্রের মন্তব্য, ‘এমন কায়দায় সিভিক পুলিশ নিয়োগ কীভাবে?’ নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছতা রয়েছে বলে মনে করছে হাইকোর্টও ৷ তাই সিঙ্গল বেঞ্চের নিয়োগ বাতিলের রায়ই বহাল রাখল আদালত ৷
আগামী দিনে সিভিক পুলিশ নিয়োগে দুর্নীতি রুখতেও তৎপর হাইকোর্ট। ভবিষ্যতে বাঁকুড়ার মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে রক্ষাকবচও স্থির করে দেবে রাজ্যের গঠিত কমিটি। সিভিক পুলিশ মামলার রায় দিতে গিয়ে নিয়োগের মানদন্ড স্থির করে দেয় হাইকোর্ট।
advertisement
বাঁকুড়ায় সিভিক পুলিশ নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে, চন্দ্রকান্ত গঙ্গোপাধ্যায় সহ ১০ জন হাইকোর্টে মামলা করেন। সেই মামলাতেই শেষ পর্যন্ত বাতিল হল দুই থানার সিভিক পুলিশ নিয়োগ। তবে আদালত আগেই জানিয়েছিল, সিভিক পুলিশ পদের জন্য আবেদনকারীদের বয়সসীমা পেরিয়ে গেলেও, তাঁদের ইন্টারভিউয়ের সুযোগ দিতে হবে। তবুও নিয়োগ বাতিল হওয়া সিভিক ভলান্টিয়ারদের ভাগ্যে শেষ পর্যন্ত কি আছে তা জানতে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 14, 2016 4:07 PM IST