High Alert in Kolkata Airport : কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি! বাতিল CISF কর্মীদের ছুটি, ভারত-পাক সংঘাতে কড়া নজরদারি
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
High Alert in Kolkata Airport :ভারত-পাকিস্তান সংঘাতের আবহে ইতিমধ্যেই উত্তেজনা চরমে শুরু হয়েছে৷ ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷ কলকাতা বিমানবন্দরে APD জানাচ্ছেন ৪ টি বিমান পরিষেবা বাতিল করা হয়েছে৷ নিরাপত্তার দায়িত্ব থাকা CISF রক্ষীদের ছুটি বাতিল করা হয়েছে৷
কলকাতা: ভারত-পাকিস্তান সংঘাতের আবহে ইতিমধ্যেই উত্তেজনা চরমে শুরু হয়েছে৷ ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷ কলকাতা বিমানবন্দরে APD জানাচ্ছেন ৪ টি বিমান পরিষেবা বাতিল করা হয়েছে৷ নিরাপত্তার দায়িত্ব থাকা CISF রক্ষীদের ছুটি বাতিল করা হয়েছে৷
আরও জানানো হয়েছে, ছুটিতে থাকা কর্মীদের অতি দ্রুত যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ অবাঞ্ছিত ঘোরাফেরায় নজরদারি বাড়ানো হয়েছে৷ বিমানবন্দরে ভিতরে গাড়ি দাঁড়ানো বন্ধ৷ যেহেতু, একাধিক বিমানবন্দর বন্ধ রয়েছে, সেই কারণে বাড়তি চাপ রয়েছে কলকাতা বিমানবন্দরে৷ বিমানবন্দরের বাইরেও নজরদারির জন্য বিধানগর পুলিশের সঙ্গে বৈঠক হয়েছে৷
advertisement
advertisement
কলকাতার পাশাপাশি দিল্লি বিমানবন্দর থেকে আজও বাতিল করা হয়েছে একাধিক উড়ান। দিল্লি বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দিল্লি বিমানবন্দরে আগত এবং বহির্গামী মিলিয়ে মোট ১৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি চলছে কড়াকড়ি চেকিং। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সহযোগিতার অনুরোধ করা হয়েছে যাত্রীদের।
advertisement
উল্লেখ্য, পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের উপর হামলার প্রতিশোধ নিল ভারত। কয়েকদিন আগে কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাস হামলার পর, ভারতীয় সেনাবাহিনী পাল্টা আক্রমণ করে৷ গত মঙ্গলবার রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সেনা। পাকিস্তানের ৯ টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। এরপর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। ভারত-পাকিস্তান উত্তেজনার আবহেই একাধিক বিমানবন্দরে আরও কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2025 5:30 PM IST