জারি থাকবে তাপপ্রবাহ, কলকাতাবাসীদের বাড়তি চাপ আর্দ্রতা
Last Updated:
কলকাতার গরমে বরং বলা ভালো তাপপ্রবাহে নাজেহাল অবস্থা শহরবাসীর ৷
#কলকাতা : কলকাতার গরমে বরং বলা ভালো তাপপ্রবাহে নাজেহাল অবস্থা শহরবাসীর ৷ পরিসংখ্যানের দিকে যদি চোখ রাখা যায় তাহলে দেখা যাবে গরম যে ইনিংস খেলছে সাম্প্রতিক অতীতে জুন মাসের এই সময়ে এভাবে ৪০ ডিগ্রি অতিক্রম করার খেলা তারা বিশেষ দেখায়নি ৷
২০০৮ থেকে যদি রেকর্ড দেখা যায় তাহলে দশবছরে সেরা গরম চলছে এখন ৷ গতকাল তাপমাত্রা ছিল ৪০.৬ ৷ এর সঙ্গে অস্বস্তি বাড়াচ্ছে আর্দ্রতাও ৷ আজ থেকে আর্দ্রতা আরও বাড়বে। অস্বস্তি আরও চরমে।
advertisement
তাপমাত্রা রাতেও কমছে না ৷ রাতেও সেটা ৩০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় সকাল থেকেই অস্বস্তি। আজও স্বস্তির কোনও অবকাশ নেই ৷ বেলা ১২ টাতেই তাপমাত্রার পারদ ৩৮ ছাড়িয়েছিল ফলে ৪০ এর কাছেই তাপমাত্রা থাকবে। এদিকে অন্ধ্র ওড়িশা বিহার ঝাড়খন্ডে তাপপ্রবাহ এর জেরে আজও লু এর পরিস্থিতিও জারি থাকছে । এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে যখন এই অবস্থা তখন উত্তরবঙ্গে বৃষ্টি চলবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 19, 2018 2:02 PM IST