কলকাতায় বইবে লু, তাপপ্রবাহের সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে

Last Updated:

থাকুন সাবধান ! আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস রীতিমতো কপালে ভাঁজ ফেলার মতো ৷

#কলকাতা: থাকুন সাবধান ! আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস রীতিমতো কপালে ভাঁজ ফেলার মতো ৷ কারণ, কলকাতায় গরমের তেজ বাড়বে আরও ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার কলকাতায় বইবে লু ৷ তাপমাত্রা বাড়বে আরও ৷
পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই ৷ আগামী ৫-৬ দিন গরম থাকবে ৷ এমনকী, কলকাতা জুড়ে লু-য়ের সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দফতর ৷
তবে শুধু কলকাতাতেই নয়, তাপপ্রবাহের সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে৷
advertisement
গরমের হাত থেকে আপাতত মুক্তি নেই কলকাতাবাসীর ৷ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, চরম গরমে নাজেহাল হতে চলেছে কলকাতা ৷ দিনের তাপমাত্রা থাকবে ৩৭ থেকে ৪০ ডিগ্রির মধ্যে ৷ শহরের আকাশে মাঝ মধ্যে কালো মেঘ দেখা দিলেও, তা ক্ষণিকের ৷ ছিঁটে ফোঁটা বৃষ্টি পড়লেও, গরমের হাত থেকে রেহাই নেই ৷
advertisement
সোমবার কলকাতার তাপমাত্রা ৩৪.৮ সেন্টিগ্রেড ৷ তবে বেলা বাড়তেই এই তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷
চড়া রোদ, সঙ্গে আদ্রতার জেরে দমবন্ধ পরিস্থিতি থেকে এই মুহূর্তে কোন মুক্তি নেই ৷ কারণ আগামী ৩ থেকে ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে ৷ কয়েকটি জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হতে পারে ছিটেফোঁটা বৃষ্টি ৷ তবে কলকাতা ও সংলগ্ন  দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না ৷ দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অবস্থান অত্যন্ত দুর্বল  ৷ সঙ্গে যোগ হয়েছে উত্তর-পশ্চিমের শুকনো হাওয়ার দাপট ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতায় বইবে লু, তাপপ্রবাহের সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে
Next Article
advertisement
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
  • প্রয়াত অনুনয় সুদ

  • প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার

  • বয়স হয়েছিল ৩২

VIEW MORE
advertisement
advertisement