করোনার মাঝেই "গভীর রক্ত সঙ্কট ", রুখতে বিশেষ নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

Last Updated:

জমায়েত করা বারণ। তাই বাতিল হয়ে যাচ্ছে একের পর এক রক্তদান শিবির।

#কলকাতা: "গভীর রক্ত সঙ্কট " রুখতে এবার নিরদেশিকা দিলো রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের সংগ্রহ মাত্র ১০ শতাংশে এসে ঠেকেছে। গভীর সমস্যায় পড়েছে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা।
জমায়েত করা বারণ। তাই বাতিল হয়ে যাচ্ছে  একের পর এক রক্তদান শিবির। সম্প্রতি পুলিশ প্রশাসনের তরফে বহু শিবির বাতিল করা হয়েছে। সোনারপুর,  কলকাতা,  সিউড়ি সহ একাধিক জায়গায় বন্ধ করা হয়েছে শিবির। অথচ রাজ্যে রক্ত সংগ্রহ তলানিতে এসে ঠেকলে বিপন্ন হবে স্বাস্থ্য পরিষেবা। এই অবস্থায় বিরাট জমায়েত সরিয়ে রেখে কিভাবে রক্ত সংগ্রহ প্রক্রিয়া চালু রাখা যায় ,  তাই নিয়ে এবার রীতিমতো সার্কুলার দিল চিন্তিত স্বাস্থ্য দফতর ।
advertisement
বাইরের শিবিরের বদলে এবার blood bank গুলিতে ইন হাউস শিবিরে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পরামর্শ-
advertisement
১.রক্তদান শিবিরে ৩০ জনের বেশী রক্ত দাতার জমায়েত করা যাবে  না। ক্যাম্পে ৫ জনের বেশী ঢুকতে দেওয়া যাবে না।
২.৫ জনের বেশী স্বেচ্ছাসেবী কে ক্যাম্পে থাকার অনুমতি দেওয়া হবে না।
advertisement
৩. ইন হাউস রক্ত দানে জোর দিন
৪.বাইরে থেকে এসেছেন এমন কেউ রক্তদান করতে পারবেন না।।
৪.জ্বর কাশি আছে,  এমন কারোর রক্ত নেওয়া যাবে  না।
৫.শিবিরে যেন বেশী জমায়েত না হয় । সঙ্কট মোকাবিলায় এহেন নির্দেশিকা কেন ?  সূত্রের খবর রক্ত সংকটে ত্রাহি ত্রাহি অবস্থা সব জায়গায় । এদিকে প্রশাসন শিবির বাতিল করছে। সেই জায়গায় বহু স্বেচ্ছাসেবী সংগঠন স্বাস্থ্য দফতরকে জানায় বিষয়টি। রক্ত চাই আবার পরিস্থিতির প্রতি সম্মান জানিয়েই, তাই এই উদ্যোগ নিল স্বাস্থ্য দফতর ৷
advertisement
Sourav Guha
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
করোনার মাঝেই "গভীর রক্ত সঙ্কট ", রুখতে বিশেষ নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement