Mamata-Kumaraswamy Meeting: অখিলেশ, নবীনের পর আজ এইচ ডি কুমারস্বামী, মমতার সঙ্গে বৈঠকে আর এক বিজেপি বিরোধী নেতা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
এদিন বিকেলে কালীঘাটে বৈঠক হবে মমতা-কুমারস্বামীর ৷
আবীর ঘোষাল, কলকাতা: গত শুক্রবার অখিলেশ, গত কাল নবীন পট্টনায়কের পর আজ, শুক্রবার বিকেলে কুমারস্বামী। দেবেগৌড়ার ছেলে আজ বৈঠক করতে আসছেন মমতার কালীঘাটের বাড়িতে। ২০১৯ সালের ১৯ জানুয়ারির পর এদিন ফের কলকাতায় পা রাখছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
আগামী এপ্রিল মাসেই কর্ণাটক বিধানসভার নির্বাচন। সেই নির্বাচনে মমতার সমর্থন পেতেও আবেদন করতে পারেন তিনি। ২০১৯ সালের ১৯ জানুয়ারি কলকাতার ব্রিগেড ময়দানে তৃণমূলের ‘ইউনাইটেড ইন্ডিয়া’-র স্লোগান দিয়ে যে সমাবেশ হয়েছিল তাতেও হাজির ছিলেন এইচ ডি কুমারস্বামী।
advertisement
advertisement
গত শুক্রবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে বৈঠক করতে এসেছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। গতকাল, বৃহস্পতিবার ভুবনেশ্বরে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি নেতা নবীন পট্টনায়কের সঙ্গে। গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করা হোক, সেখানেই বার্তা দেন দু'পক্ষ। ঠিক তার পরের দিন কলকাতায় নিজের বাসভবনে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার পুত্র এইচডি কুমারস্বামীর সঙ্গে বৈঠক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।আজ দুপুরে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর। সেই বৈঠক শেষ হলেই জেডি (এস) নেতা কুমারস্বামী আসবেন মমতার কালীঘাটের বাসভবনে। সেখানেই বৈঠক হবে দুই নেতার। ২০২৪ সালের লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই জাতীয় রাজনীতিতে ক্রমশ সক্রিয় হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
রাজনৈতিক মহলের মতে, ২০২৪ সালে দেশের বিভিন্ন প্রান্তের আঞ্চলিক দলগুলির সঙ্গে সংযোগ রক্ষা করে বিজেপি বিরোধী জোট তৈরির চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন। একই সঙ্গে দূরত্ব বজায় রাখছেন কংগ্রেসের সঙ্গে। লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে একক ভাবে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। তবে জাতীয় স্তরে সমমনস্ক দলগুলির সঙ্গে হাত মিলিয়েই চলতে চায় তৃণমূল। তাই কলকাতায় দলের জাতীয় কর্মসমিতির বৈঠক করতে এসে মুখ্যমন্ত্রী মমতার বাড়িতে এসে বৈঠক করে জোটবদ্ধ ভাবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছেন অখিলেশ।
advertisement
নবীন পট্টনায়ক একসময় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র অংশ ছিলেন। এখন তিনিও বিজেপি শিবিরে নেই। তাই সেই নবীনকেও বিজেপি বিরোধী শিবিরে শামিল করতে উদ্যোগী হয়েছেন মমতা। আর কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এ বার কলকাতায় এসে মমতার সেই উদ্যোগের অংশ হতে চাইছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 24, 2023 9:14 AM IST