Haridevpur murder case: শুধু প্রেমিকা নয়, তার মায়ের সঙ্গেও ঘনিষ্ঠ ছবি! মোবাইল হাতে পেতেই কি খুন অয়ন

Last Updated:

তদন্তকারীদের অনুমান, রাত তিনটের পরেই প্রেমিকার বাড়ির দোতলার ঘরে খুন করা হয় অয়নকে৷

অয়ন হত্যায় নজরে এখন মোবাইল ফোন৷
অয়ন হত্যায় নজরে এখন মোবাইল ফোন৷
#কলকাতা: মোবাইলে থাকা প্রেমিকা এবং তার মায়ের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবির জন্যই কি খুন হতে হল হরিদেবপুরের যুবক অয়ন মণ্ডলকে? সেই সম্ভাবনাই ক্রমশ জোরালো হচ্ছে৷ মেয়ে এবং নিজের স্ত্রীর সম্পর্ক মেনে নিতে পারেনি অয়নের প্রেমিকার বাবাও৷ তার উপরে অয়ন দু' জনের সঙ্গে থাকা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বন্ধুদেরও দেখিয়েছিলেন বলে জানতে পেরেছে পুলিশ৷
এই সমস্ত ঘটনা থেকেই অয়নের উপরে তার প্রেমিকার পরিবারের আক্রোশ জন্মেছিল বলেই অনুমান তদন্তকারীদের৷ যদিও অয়নের সেই মোবাইল ফোন এখনও নিখোঁজ৷
তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত নিশ্চিত হয়েছে, অয়নের সঙ্গে ওই যুবতীর পাশাপাশি তার মায়েরও সম্পর্ক ছিল৷ মেয়ে তো বটেই, স্ত্রীর সঙ্গে অয়নের এই সম্পর্ক মানতে পারেনি অয়নের প্রেমিকার বাবা৷ তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মোবাইল থেকে ডিলিট করে দেবে বলেও তা করেনি অয়ন৷
advertisement
advertisement
সম্ভবত তা থেকেই অশান্তির সূত্রপাত৷ অয়ন ওই সমস্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি দেখিয়ে ওই যুবতী এবং তার মাকে ব্ল্যাকমেল করত, এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা৷ তাই যে কোনও ভাবে অয়নের ওই মোবাইল ফোন হাতে পাওয়াই ছিল অয়নের প্রেমিকা এবং তার মায়ের উদ্দেশ্য৷ এখনও পর্যন্ত পুলিশের অনুমান, এই বচসার জেরেই অয়নকে খুনের ছক কষা হয়৷ এবং দশমীর দিন তাঁকে নিজের ডেকে পাঠায় প্রেমিকা৷
advertisement
অয়নের এক বন্ধুর দাবি, ঘটনার দিন অয়ন যখন প্রেমিকার বাড়িতে যায়, তখন বাড়িতে প্রেমিকার বাবা ছিলেন না৷ কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফেরেন তিনি৷ প্রেমিকার ভাইও চলে আসে৷ ফলে অয়ন সেখান থেকে বেরোতে না পেরে বাড়ির ছাদে গিয়ে লুকিয়ে পড়েন৷ সেখান থেকেই নিজের ওই বন্ধুকে ফোন করে এ কথা জানিয়েছিলেন তিনি৷ রাত তিনটে নাগাদ আর এক বন্ধুকে ফোন করে অয়ন নাকি জানিয়েছিলেন, বান্ধবীর মার তাঁর বুকে আঘাত করেছেন৷ যদিও সেই বন্ধু অয়নকে ফিরিয়ে আনার কথা বললেও তাঁকে সেরকম কিছু করতে নিষেধ করেন অয়ন৷
advertisement
তদন্তকারীদের অনুমান, রাত তিনটের পরেই প্রেমিকার বাড়ির দোতলার ঘরে খুন করা হয় অয়নকে৷ ওই যুবকের প্রেমিকা, তার মা- বাবা, নাবালক ভাই সবাই এই খুনে জড়িত ছিল৷ খুনের পর দেহ নিয়ে যাওয়া হয় দক্ষিণ চব্বিশ পরগণার মগরাহাটের মাগুরপুকুর এলাকায়৷ পাশাপাশি দোতলার ওই ঘরে থাকা রক্তের দাগও ধুয়ে ফেলে ঘর গুছিয়ে রাখা হয়৷ পরের দিন অয়নের খোঁজে তাঁর বাড়িতেও যান অয়নের প্রেমিকা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Haridevpur murder case: শুধু প্রেমিকা নয়, তার মায়ের সঙ্গেও ঘনিষ্ঠ ছবি! মোবাইল হাতে পেতেই কি খুন অয়ন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement