Hanuman Jayanti: পুলিশের শরীরে বডি ক্যামেরা, বিরাট নির্দেশিকা জারি! আজ বড় পরীক্ষা প্রশাসনের
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Hanuman Jayanti: আরও নির্দেশ গিয়েছে, হেলমেট ব্যবহার করতে হবে টহলদারির সময়। কোথাও কোন অশান্তির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে নবান্নের কন্ট্রোলরুমে জানাতে হবে।
কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে হনুমান জয়ন্তী উপলক্ষে ৩ কোম্পানি প্যারামিলিটারি ফোর্স মোতায়েন করছে নবান্ন। ব্যারাকপুর, চন্দননগর ও কলকাতা এই তিনটি জায়গায় এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। হাইকোর্টে নির্দেশ মেনে চলতে হবে, এমনই নির্দেশ জারি হয়েছে নবান্ন থেকে। সেই সূত্রেই হনুমান জয়ন্তী নিয়ে সতর্ক এবার রাজ্য পুলিশ। স্পর্শকাতর অঞ্চলগুলিতে টহলদারি করতে হবে। যে সমস্ত পুলিশ কর্মীরা স্পর্শকাতর অঞ্চলগুলিতে টহলদারি করবেন তাদের বডি ক্যামেরা লাগাতে হবে। যদি কেউ গুজব ছড়ায় তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে।
আরও নির্দেশ গিয়েছে, হেলমেট ব্যবহার করতে হবে টহলদারির সময়। কোথাও কোন অশান্তির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে নবান্নের কন্ট্রোলরুমে জানাতে হবে। বৃহস্পতিবার সকাল থেকেই চোখ-কান খোলা রাখতে হবে। হনুমান জয়ন্তীর প্রতিটি মিছিলের সঙ্গে থানার আইসি বা উচ্চ পর্যায়ের পুলিশের আধিকারিকদের থাকতে হবে। বিভিন্ন জেলার পুলিশ সুপারদের ফের বৈঠকে নির্দেশ ডিজি, এডিজি আইন শৃঙ্খলার।
advertisement
advertisement
হাইকোর্টের নির্দেশমতো কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই কারণে আধা সেনা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মতো এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসে এসে পৌঁছালো আধা সেনা জওয়ানরা। এখান থেকেই তারা উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে টহলদারি করবে।
advertisement
নবান্ন থেকে জারি হওয়া নির্দেশেও বলা হয়েছে, হনুমান জয়ন্তীর কোনও মিছিল হলে তা ভিডিওগ্রাফি করতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশের ৫ ও ৬ নম্বর প্যারাগ্রাফ মানতে হবে। মিছিল করতে আসা প্রত্যেকের আই-ডি কার্ড চেক করতে হবে। জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠকে এমনই নির্দেশ দেন মুখ্যসচিব।
advertisement
অন্য দিকে, মিটিং মিছিল ঘিরে বিভিন্ন সময় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা জনিত পরিস্থিতি তৈরি হয়েছে। আক্রান্ত হয়েছে পুলিশ। ভাঙচুর হয়েছে সরকারি সম্পত্তি। এই পরিস্থিতিতে মিটিং মিছিল নিয়ে রাজ্য জুড়ে নয়া নিয়ম। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার দেখানো পথে মিটিং মিছিল নিয়ে নতুন গাইড লাইন কলকাতা পুলিশের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 06, 2023 8:15 AM IST