বড় ম্যাচে এবার ‘হাইতিয়ান ক্ল্যাশ’

সনির রাজারহাটের ফ্ল্যাটের আড্ডায় চেনা মুখ ওয়েডসন।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: সনির রাজারহাটের ফ্ল্যাটের আড্ডায় চেনা মুখ ওয়েডসন। ম্যাচ না থাকলে , অনুশীলনের বাইরে ওটাই ওয়েডসনের রিক্রিয়েশন কোর্স লাল-হলুদ স্কিমারের। সেই আড্ডায় বড় ম্যাচও নাকি কখনও সখনও উঠেছে। ডার্বি ঘিরে হয়েছে বাজি-পাল্টা বাজিও।

    দুই হাইতিয়ানের পায়েই কি লুকিয়ে আছে বারোর বড় ম্যাচের মাস্টার কি? সমলোচকদের স্কোরশিটে এগিয়ে সনি। তবু ওয়েডসনই বা পিছিয়ে কেন। প্রথম মরশুমে এসেই গোলের মধ্যে। এবারের আই লিগে প্রথম হ্যাটট্রিকটাও তো ওয়েডসনেরই নামের পাশে। গোলের পাশে মর্গ্যানের দলে স্কিমিংটাও করেন এই হাইতিয়ানই।

    সনির ক্লাস নিয়ে প্রশ্ন নেই। ওয়ান ইজ টু ওয়ানে যে কাউকে টলিয়ে দিতে পারেন। ইনসাইড কাটে এখন ভারত সেরা বাগানের এই রাইট উইঙ্গার। কোমরের ভাঁজে ভেঙে দিতে পারেন যে কোন ডিফেন্সের লকগেট।

    সনি পরীক্ষিত। ওয়েডসন পরীক্ষার মুখে। তবু বারোর বড় ম্যাচের আগে তুলনাটা যে আসছেই।

    মাঠের বাইরে দুই দেশওয়ালির মাখোমাখো বন্ধুত্ব। ম্যাচ আর অনুশীলনের বাইরে সোনির রাজারহাটের ফ্ল্যাটে ওয়েডসনের আড্ডাটা রোজকার। কাঞ্চণজঙ্ঘার নব্বই মিনিটের ডুয়েলটাই হাইতিয়ান তালমিলে যা একটু বেসুরো।

    First published:

    Tags: Derby match, Haitian Clash, Sony Norde, Wedson, সনি নর্ডি