#কলকাতা: কেন্দ্রীয় বাজেটে আগেই ঘোষণা হয়েছিল, বেড়েছিল বরাদ্দও এবার রাজ্য সরকারের পক্ষ থেকেও এসেছে সুখবর ৷ আজ অর্থাৎ সোমবার রাজ্য বাজেটেও সুখবর অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের জন্য ৫০০ টাকা মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে ৷ সঙ্গে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের ২ হাজার টাকা মাসিক ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে ৷
যাঁদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক তাঁদের সামনে সুযোগ থাকছে গ্রুপ সি তে পদন্নোতির সুবর্ণ ৷ মূলত আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন কেন্দ্র-রাজ্য সমন্বয়ে হয়ে থাকে ৷ হয়ে থাকে সেখানে রাজ্যের অনুদান থাকে ৬০ শতাংশ ও কেন্দ্রের অনুদান থাকে ৪০ শতাংশ ৷
এই ক্ষেত্রে বলা যেতে পারে রাজ্য সরকারের এই ঘোষণায় বেশ কিছুটা আর্থিক সঙ্গতি হতে চলেছে গ্রুপ ডি, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asha, Group D, ICDS employees, অঙ্গনওয়াড়ি কর্মীদের, আশা, ভাতা বৃদ্ধি