Tourism Department : পর্যটকদের সমস্যা মেটাতে গ্রিভ্যান্স সেল করার পরামর্শ, হোমস্টে নিয়ে আরও কড়া রাজ্য
- Published by:Teesta Barman
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Tourism Department : হোম স্টে চিহ্নিতকরণে আরও কড়া হচ্ছে রাজ্য। রাজ্যে স্বীকৃত ২,২৪৭টি হোম স্টে রয়েছে। যারা সরকারি সহায়তা নিয়ে হোম স্টে করছে তাঁদের একটা নিয়ম মানতে হবে। হোমস্টের বাইরে সরকারের লোগোযুক্ত বোর্ড লাগাতে হবে।
বেড়াতে ভালোবাসে বাঙালি৷ যদিও সফরে গিয়ে নানা জায়গায় অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হচ্ছে পর্যটকদের একাংশকে। এই অবস্থা থেকে মুক্তির উপায় খুঁজে বার করতে চাইছেন পর্যটকরা৷ এই অবস্থায় পর্যটকদের সুবিধার জন্য দফতর কী ব্যবস্থা গ্রহণ করেছেন তা জানতে চাইলেন খোদ বিধানসভার অধ্যক্ষ। রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় অবশ্য জানিয়েছেন, তিনি নিজেই ফোন ধরেন। কথা শোনেন৷ তবে সবাই যে বাবুল সুপ্রিয়র কাছে পৌঁছতে পারছে না, তাই গ্রিভান্স সেল গঠনের ব্যাপারে জোর দিতে বলেন বিধানসভার অধ্যক্ষ৷
বিধানসভার অধ্যক্ষ বাবুলকে একটা গ্রিভ্যান্স সেল তৈরির পরামর্শ দেন। তিনি বলেন, ‘‘বেড়াতে গিয়ে পর্যটকদের অনেক সময় হেনস্থার শিকার হতে হয়। অনেক মধ্যবিত্তের আর্থিক ক্ষমতা নেই। তাঁরাও বেড়াতে যান। মুখ্যমন্ত্রী চান না তাঁরা কোনওভাবে হেনস্থার শিকার হোন। তাই অভিযোগ জানানোর জন্য একটা গ্রিভ্যান্স সেল রাখা দরকার।’’ মন্ত্রীর উদ্দেশে অধ্যক্ষ বলেন, ‘‘সবাই তো আর বাবুলের অ্যাক্সেস পায় না।’’ বাবুল পাল্টা বলেন, ‘‘পর্যটন দফতরের ওয়েবসাইটে প্রচুর ই-মেল পাই। টিডিসিএলের গ্রিভ্যান্স রয়েছে।’’
advertisement
advertisement
অন্যদিকে পর্যটকদের একাংশ এখন হোটেলের বদলে হোম স্টেতে থাকছেন। তবে একাংশ অযথা টাকা চাইছেন তা নিয়ে অনেক অভিযোগ আছে। এই বিষয়ে পর্যটনমন্ত্রী বলেন, ‘‘রাজ্যে স্বীকৃত ২,২৪৭টি হোম স্টে রয়েছে। যারা সরকারি সহায়তা নিয়ে হোম স্টে করছে তাঁদের একটা নিয়ম মানতে হবে। হোমস্টের বাইরে সরকারের লোগোযুক্ত বোর্ড লাগাতে হবে। হোম স্টের নাম অপব্যবহার হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাই কোথায় কতগুলো হোমস্টে চলছে, জেলা ধরে ধরে তার তালিকা তৈরি করা হচ্ছে।’’
advertisement
আরও পড়ুন: এবার এক ট্রেনেই কলকাতা থেকে সিকিমে! সফল টানেল খনন সেবক-রংপো রেল প্রকল্পে, কবে থেকে যাত্রা শুরু
এবার সরকার স্বীকৃত হোমস্টেগুলোকে চিহ্নিত করতে তার সামনে সরকারের নতুন লোগোযুক্ত বোর্ড ঝোলাবে রাজ্য। যাতে পর্যটকদের প্রকৃত হোম স্টে খুঁজে পেতে সুবিধা হয়। অধ্যক্ষ মন্ত্রীকে পর্যটন সংক্রান্ত একটা তথ্যচিত্রও তৈরি করতে বলেন। জানান, বিধানসভার সব অডিটোরিয়ামে দেখালে বিধায়করা অবগত হবেন। সচেতনতা গড়ে উঠবে বলেও অনেকে অভিহিত করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2023 12:24 PM IST