ইতিহাসের সাক্ষী কলকাতা, অঙ্গ প্রতিস্থাপনে নতুন জীবন দিতে তৈরি হল গ্রিন করিডর
Last Updated:
অঙ্গ প্রতিস্থাপনে ইতিহাসের সাক্ষী কলকাতা। বাইপাস থেকে গ্রিন করিডরে ধরে প্রতিস্থাপনের জন্য এসএসকেএমে এল ব্রেন ডেথ হওয়া রোগীর গকিডনি ও লিভার।
#কলকাতা: ইতিহাসের সাক্ষী কলকাতা। অঙ্গ প্রতিস্থাপনে নতুন জীবন দিতে তৈরি হল গ্রিন করিডর। বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল থেকে কিডনি ও লিভার নিয়ে রওনা হল অ্যাম্বুল্যান্স। গন্তব্য এসএসকেএম। যত দ্রুত প্রতিস্থাপন নিশ্চিত করতে চেয়েছিলেন চিকিৎসকরা। প্রশাসনের সাহায্যে এব্যাপারে নজির গড়ল কলকাতা। ভবিষ্যতের জন্য খুলে দিল বহু সম্ভাবনা।
অঙ্গ প্রতিস্থাপনে ইতিহাসের সাক্ষী কলকাতা। বাইপাস থেকে গ্রিন করিডরে ধরে প্রতিস্থাপনের জন্য এসএসকেএমে এল ব্রেন ডেথ হওয়া রোগীর গকিডনি ও লিভার। শহরে এই প্রথম গ্রিন করিডর ব্যবহার করে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে অঙ্গ নিয়ে যাওয়া হবে প্রতিস্থাপনের জন্য। অঙ্গ যাতে দ্রুত নিয়ে যাওয়া যায় তাই রাস্তার সমস্ত সিগন্যাল সবুজ করে সামনে পাইলট কার দিয়ে এই বিশেষ এই ট্রাফিক ব্যবস্থাকে গ্রিন করিডোর বলা হয় ৷
advertisement
পথ দুর্ঘটনায় ব্রেন ডেথ হওয়া রোগীর ভর্তি বাইপাসের ধারে বেঙ্গল কেমিক্যালের কাছে বেসরকারি হাসপাতালে। তাঁর অঙ্গ অন্য রোগীর শরীরে প্রতিস্থাপনে বাইপাস থেকে এসএসকেএম হাসপাতাল পর্যন্ত তৈরি হয় গ্রিন করিডর। সেই করিডর দিয়েই যকৃত ও কিডনি নিয়ে রেকর্ড সময়ে এসএসকেএমে পৌঁছয় অ্যাম্বুলেন্স।
advertisement
পথ দুর্ঘটনায় আহত স্বর্ণেন্দু রায়ের ব্রেন ডেথ ঘোষণা করেছেন চিকিৎসকরা। স্বর্ণেন্দুর কিডনি ও লিভার প্রতিস্থাপনের জন্য ডোনেটের সিদ্ধান্ত নেয় পরিবার। রক্ত ও অন্যান্য শারীরিক পরীক্ষার পর প্রতিস্থাপনের জন্য চিহ্নিত করা হয় চিকিৎসাধীন তিন রোগীকে। এর মধ্যে এসএসকেএমে দুজন ও বেসরকারি হাসপাতালে ভর্তি একজন।
advertisement
কিডনি প্রতিস্থাপন রুবি সর্দার ও নিরুফা আরার
লিভার প্রতিস্থাপনের জন্য সংযুক্তা মণ্ডলকে
সংযুক্তা ও রীতার শরীরে প্রতিস্থাপনের জন্য কিডনি ও যকৃত আনার সিদ্ধান্ত
স্বাস্থ্য দফতরের মাধ্যমে বার্তা পেয়ে উদ্যোগী কলকাতা পুলিশ
মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হয় গ্রিন করিডর
স্বর্ণেন্দুর চোখ দুটি দান করা হয়েছে বেসরকারি চক্ষু হাসপাতালকে
পরিকাঠামো, পরিষেবা ও আপদকালিন ব্যবস্থা। পূর্ব ভারতে নজির গড়ে বেঙ্গালুরু, চেন্নাইয়ের সাথে একই সারিতে উঠে এল কলকাতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 04, 2016 9:09 AM IST