Governor Vs State: রাজভবন নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা? বোসের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুললেন কুণাল ঘোষ!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Governor Vs State: শপথ জটিলতা না কাটলে, বিধানসভা তার মতো সিদ্ধান্ত জানাতে পারে। সেক্ষেত্রে আইনত সব রাস্তা খুলে রাখছে বিধানসভা।
কলকাতা: শপথ জটিলতা একমাস অতিক্রান্ত। আর দু’দিন অপেক্ষা করবে বিধানসভা। রাজভবন শপথ নিয়ে ইতিবাচক ভূমিকা না নিলে, সাংবিধানিক রীতিতেই বিকল্প ভাবে শপথ গ্রহণের পদক্ষেপ নেবে বিধানসভা। যদিও বিধানসভার সচিবালয় আশাবাদী আগামী ৪৮ ঘন্টায় শপথ জটিলতা কাটবে।
শপথ জটিলতা না কাটলে, বিধানসভা তার মতো সিদ্ধান্ত জানাতে পারে। সেক্ষেত্রে আইনত সব রাস্তা খুলে রাখছে বিধানসভা। শপথের ব্যাপারে রাজ্যপাল দিল্লিতে থাকলেও কেন কোনও উত্তর দিচ্ছেন না চিঠির, সেই প্রশ্ন তুলছে বিধানসভা ও দুই নির্বাচিত জনপ্রতিনিধি। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, নবনির্বাচিত দুই বিধায়কের শপথ বিলম্বিত হচ্ছে। রাজভবনের কারণে অকারণে বিলম্বিত। রাজ্যপাল দিল্লিতে আছেন। শোনা যাচ্ছে দিল্লি থেকে ফিরে সিদ্ধান্ত জানাবেন। আসলে রাজ্যপালের চারপাশে কলকাতা পুলিশ সহ্য হচ্ছে না। রাজ্যপালের দিল্লিতে থাকার কারণ রাজভবনকে কেন্দ্রীয় বাহিনী পরিবৃত করা। সেই কারণেই দিল্লিতে ঘুরঘুর করছেন। তবে শপথ কবে হবে?কে করাবেন? সেটা বলবেন।
advertisement
advertisement
এরই মধ্যে কুণাল ঘোষ সহ দুই নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা করেছেন রাজ্যপাল। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ”মানহানির মামলা করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। সেখানে আমার ও দুই নির্বাচিত জনপ্রতিনিধির নাম জুড়েছেন। অকারণে পরিস্থিতি জটিল করছেন। শপথ নেওয়ার নাম নেই, তিনি তাদের নাম জড়াচ্ছেন মামলায়। অধ্যক্ষ উদারতার সঙ্গে রীতিনীতি মানছেন। নির্বাচন কমিশন তাদের বিধায়ক বলে দিয়েছেন। এর মধ্যে অকারণ জটিলতা করছেন রাজ্যপাল। কার বিরুদ্ধে মামলা করছেন, কেন করছেন জানি না। আমরা আইনত ব্যবস্থা নেব। মুখ্যমন্ত্রীর কাছে যে অভিযোগ এসেছে তার প্রেক্ষিতে তিনি কথা বলেছেন। এর সঙ্গে রাজভবনের মানহানি বা ব্যক্তিগত মানহানির বিষয় নেই। আসলে পড়ল কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2024 6:03 PM IST