স্বাস্থ্য নিয়ন্ত্রক বিল অনুমোদন দিলেন রাজ্যপাল, গঠিত হবে কমিশন
Last Updated:
বিধানসভায় পাশ হওয়া রাজ্য সরকারের স্বাস্থ্য বিল অনুমোদন করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি ৷
#কলকাতা: বিধানসভায় পাশ হওয়া রাজ্য সরকারের স্বাস্থ্য বিল অনুমোদন করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি ৷ রাজ্যপালের অনুমোদনের পর আর অপেক্ষা করতে চায় না রাজ্য ৷ সূত্রের খবর, শুক্রবারই এই বিলে আনা প্রস্তাব অনুযায়ী ১১ সদস্যের কমিটি গঠন করবে রাজ্য ৷
জানা গিয়েছে, ১১ সদস্যের কমিটির নেতৃত্বে থাকবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি অথবা প্রাক্তন মুখ্যসচিব ৷ এছাড়া বর্তমান মুখ্যসচিবেরও বিশেষ ভূমিকা থাকবে এই কমিশনে ৷ রাজ্য পুলিশের ডিজিও থাকছেন ১১ সদস্যের এই কমিটিতে ৷
রাজ্যপালের অনুমোদন পাওয়ার পর এবার থেকে বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ পেলে দ্য ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এসটাবলিস্টমেন্ট (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি) বিল, ২০১৭ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে ৷
advertisement
advertisement
এই বিল অনুযায়ী,
-নতুন আইনে চিকিৎসায় গাফিলতি প্রমাণে কড়া শাস্তি
কেন এই ধারা?
-অ্যাপোলোয় সঞ্জয় রায়ের চিকিৎসায় গাফিলতির প্রমাণ পেয়েছে রাজ্য সরকারের তদন্ত কমিটি
-অ্যাপোলোয় ক্যান্সারের চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় কল্যাণীর বাসিন্দা এক কিশোরের
- এই ঘটনাতেও চিকিৎসায় গাফিলতির অভিযোগ অঙ্কোলজিস্ট সহ ২ চিকিৎসকের বিরুদ্ধে
- রত্না ঘোষের মৃত্যুতেও অ্যাপোলোর গাফিলতির অভিযোগ
advertisement
-সঙ্গে সঙ্গে দুর্ঘটনায় আহতের চিকিৎসা করতে হবে
কেন এই ধারা ?
টাকা জমা না হওয়ায় চিকিৎসা শুরু হয়নি বেলেঘানার তরুণী আইটি কর্মী শতাব্দীকে। খোয়াতে হয় পা
অন্য কয়েকটি ঘটনাতেও একই অভিযোগ
-পরিষেবার বাইরে টাকা নয়
কেন এই ধারা?
রোগীর মৃত্যুর পরের দিন রক্তপরীক্ষার বিল করেছে মেডিকা। আইনজীবী অশোক মুখোপাধ্যায়ের অভিযোগে সামনে আসে ঘটনা
advertisement
-দেহ আটকে রাখা যাবে না
পিয়ারলেস থেকে ফর্টিস। সব হাসপাতালের বিরুদ্ধেই অভিযোগ। এমনকী পুরো টাকা না মেটানোয় জমা রাখা হয় প্যান কার্ডও।
-প্যাকেজের বাইরে অতিরিক্ত বিল নয়
শ্বেতা নামের রোগীর পরিবার কাছে প্যাকেজের বাইরে ৮০ হাজার টাকা চাওয়ার অভিযোগ সিএমআরআইয়ের বিরুদ্ধে।
বেসরকারি হাসপাতালগুলিকে নিয়ন্ত্রণ। রোগী ও তার পরিবারকে সুরক্ষার আশ্বাস। এই দুই লক্ষেই তৈরি হয় নতুন স্বাস্থ্য বিল। চিকিৎসায় গাফিলতি বা কারণ ছাড়াই বাড়তি বিল - বেসরকারি হাসপাতালের চেনা ছবিটা বদলাতেই নতুন বিল আনে রাজ্য। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, মানুষের স্বার্থেই এই ঐতিহাসিক বিল আনল রাজ্য প্রশাসন।
advertisement
বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে একের পর এক অভিযোগের প্রেক্ষিতেই যে এই নতুন আইন, তা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের আশা, বেসরকারি স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন আনতে চলেছে এই নতুন বিল।
অনেকক্ষেত্রেই বেসরকারি হাসপাতালের চাপে কাজ করতে বাধ্য হন চিকিৎসকরা। অথচ দূর্ভাগ্যজনক কিছু ঘটলে দায় নিতে হয় চিকিৎসকদের। নতুন বিলে চিকিৎসকদের পাশাপাশি বেসরকারি হাসপাতালের দায়বদ্ধতাতে জোর দেওয়া হয়েছে।
advertisement
ক্রিটিকাল কেয়ার থেকে চিকিৎসায় স্বচ্ছতা - এতকাল অবহেলায় থাকা বিষয়গুলিতে নজর দিয়েছে নয়া বিল। আইনের পাশাপাশি পরিকাঠামোয় উন্নতিতেও জোর দিচ্ছেন চিকিৎসকরা।
দূর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয়ে শর্ত ছাড়ায় চিকিৎসা শুরু করতে হবে বেসরকারি হাসপাতালগুলিকে। প্রয়োজন ছাড়া পরীক্ষা বা প্যাকেজের বাইরে টাকা নেওয়াও বন্ধ হতে চলেছে। রোগী ও তাঁর পরিবার এতে স্বস্তি পাবে বলেও মত চিকিৎসকদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 17, 2017 8:48 AM IST