‘নিজের মুখ আয়নায় দেখুন,ময়লা পরিষ্কার করুন’,এক্তিয়ার বিতর্কে পার্থকে কটাক্ষ রাজ্যপালের

Last Updated:

‘নিজের মুখ আয়নায় দেখুন,ময়লা পরিষ্কার করুন’,এক্তিয়ার বিতর্কে পার্থকে কটাক্ষ রাজ্যপালের

#কলকাতা: এক্তিয়ার বিতর্কে আরও বাড়ল রাজ্য-রাজ্যপালের সংঘাত। রাজ্যপালের দফতরের বিরুদ্ধে যাঁরা বিষোদগার করেন, তাঁদের বাথরুমের আয়নায় মুখ দেখা উচিত। মন্তব্য করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠর।
এখানেই শেষ নয় রাজ্যপালের উদ্দেশ্যে পাল্টা মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের। তিনি বলেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে। ’
রাজ্যপাল ও শাসক দলের সংঘাত আরও চরমে উঠল ৷ মালদহ প্রশাসনকে রাজ্যপালের চিঠি ঘিরে তৈরি হওয়া বিতর্কে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন,
‘এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন রাজ্যপাল ৷ কেন্দ্রের অঙ্গুলিহেলনে চলছেন তিনি ৷ সংবিধান লঙ্ঘন করছেন রাজ্যপাল ৷’
advertisement
advertisement
পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বলেন,
‘নিজের মুখ আয়নায় দেখুন ৷ ময়লা পরিষ্কার করুন ৷ কাদা ছোড়া বন্ধ করুন ৷’
নাম না করে পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর ৷
বিতর্কের সূত্রপাত, গত ৩১ জানুয়ারি মালদহের ডিভিশনাল কমিশনারকে লেখা চিঠি থেকে ৷ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর তরফে অতিরিক্ত মুখ্যসচিব চিঠি লিখে মালদহ ও মুর্শিদাবাদের জেলাশাসক, পুলিশ সুপার এবং প্রশাসনিক কর্তাদের জানান তাদের সঙ্গে বৈঠকে বসতে চান রাজ্যপাল ৷ বলা হয়, বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করা হবে ৷ মুর্শিদাবাদের আইজি-কেও এই বৈঠকে হাজির থাকার কথা বলা হয় ৷ রাজ্যকে এড়িয়ে জেলা প্রশাসনের সঙ্গে রাজ্যপালের এই বৈঠককে কেন্দ্রের হস্তক্ষেপ বলেই অভিযোগ করেছে রাজ্য সরকার ৷ রাজ্যপালকে নিয়ে রাজনীতি হচ্ছে বলে পাল্টা অভিযোগ বিজেপির।
advertisement
তৃণমূলের অভিযোগ, রাজ্যপাল সরাসরি জেলা প্রশাসনকে চিঠি লিখতে পারেন না। সাংসদ দীনেশ ত্রিবেদী গতকাল সংসদের বাইরে বলেন, ‘রাজ্যপালের পদকে আমরা সম্মান করি কিন্তু তিনি প্রশাসনিক প্রধান নন তাই তাঁর এধরনের কাজ এক্তিয়ার বহির্ভূত ৷’
রাজভবন সূত্রে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলা হয়েছে, এর আগে প্রাক্তন রাজ্যপাল নুরুল হাসান, এম কে নারায়ণন, গোপালকৃষ্ণ গাঁধীও জেলা প্রশাসনের সঙ্গে জেলা সফরে গিয়ে বৈঠক করেছেন ৷
advertisement
সংবিধান বিশেষজ্ঞদের মতে, রাজ্যের আইন-শৃঙ্খলা একেবারেই রাজ্যের এক্তিয়ারভুক্ত। গণতান্ত্রিক কাঠামো মেনে প্রশাসনের সর্বোচ্চ পদে থেকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উপেক্ষা করা যায় না। রাজ্য প্রশাসনকে অন্ধকারের রেখে রাজ্যপাল কিছুই করতে পারেন না। এ ক্ষেত্রে সাংবিধানিক প্রথা লঙ্ঘিত হয়েছে বলেই অভিমত। সব মিলিয়ে ফের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে চরমে রাজ্য সরকারের সংঘাত ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘নিজের মুখ আয়নায় দেখুন,ময়লা পরিষ্কার করুন’,এক্তিয়ার বিতর্কে পার্থকে কটাক্ষ রাজ্যপালের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement