২ দিন আগে মমতার সঙ্গে সাক্ষাৎ, এবার শাহের সঙ্গে বিশেষ বৈঠক রাজ্যপালের

Last Updated:

শনিবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী-রাজ্যপাল বৈঠকের সম্ভাবনায় নয়া জল্পনা রাজ্য রাজনীতিতে ৷

#কলকাতা: বঙ্গ রাজনীতিতে নয়া আলোড়ন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আচমকা ‘সৌজন্য’ সাক্ষাতের পরই এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে রাজধানীর পথে রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ শনিবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী-রাজ্যপাল বৈঠকের সম্ভাবনায় নয়া জল্পনা রাজ্য রাজনীতিতে ৷
সূত্রের খবর, আজ রাতের বিমানেই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আগামিকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। গত পরশু দিনে রাজভবনে যান মুখ্যমন্ত্রী। তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সাম্প্রতিকতম পরিস্থিতিতে রাজ্য বনাম রাজ্যপালের সংঘাতে রোজই নতুন নতুন মাত্রা যুক্ত হয় ৷ তবে বুধবার রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী নববর্ষ সৌজন্য রক্ষা ছিল বঙ্গ রাজনীতিতে নয়া চমক ৷ প্রায় পাঁচ মাস পর রাজভবনে গিয়ে সস্ত্রীক রাজ্যপালের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে সংঘাতের আবহে এই সৌজন্য সাক্ষাতে কী কথা হয় দুজনের মধ্যে তা নিয়ে নয়া আলোচনায় মাতে রাজনৈতিক মহল ৷ রাজনৈতিকভাবে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কয়েকদিন পেরোতে না পেরোতেই স্বরাষ্ট্রমন্ত্রী শাহের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়ের বৈঠকের বিষয় নিয়ে চরম কৌতুহলী রাজনৈতিক মহল ৷
advertisement
advertisement
Somraj Bandopadhyay
বাংলা খবর/ খবর/কলকাতা/
২ দিন আগে মমতার সঙ্গে সাক্ষাৎ, এবার শাহের সঙ্গে বিশেষ বৈঠক রাজ্যপালের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement