হাসপাতালে কবি শঙ্খ ঘোষের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
হাসপাতালের চিকিৎসকরা ছাড়াও, পারিবারিক চিকিৎসকও শঙ্খ ঘোষের শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন।
#কলকাতা: স্থিতিশীল কবি শঙ্খ ঘোষ। শ্বাসনালী ও মূত্রনালীতে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার। বুধবার চেস্ট এক্স-রে, ইউএসজি হবে তাঁর।
মঙ্গলবার সকাল থেকেই অসুস্থ বোধ করেন শঙ্খ ঘোষ। মঙ্গলবার সকালেই তাঁকে মুকুন্দপুরের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা ছাড়াও, পারিবারিক চিকিৎসকও শঙ্খ ঘোষের শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন।
advertisement
advertisement
চিকিৎসকরা জানিয়েছেন, জ্বর আছে শঙ্খ ঘোষের, ডিয়াম-পটাশিয়ামের মাত্রা ওঠানামা করায় তাঁর ওপর বিশেষভাবে নজর রাখছেন চিকিৎসকরা। বিকেলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, শঙ্খ ঘোষের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।
বুধবার সকালে শঙ্খ ঘোষের সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ তিনি ট্যুইটে জানান আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ তার দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্যপাল ৷ পাশাপাশি তার মেয়ে ও জামাইয়ের সঙ্গেও দেখা করেন রাজ্যপাল ৷
advertisement
Called on 87 year Padam Bhushan Sankha Ghosh in hospital. He is being well attended and in good shape now and got blessed. Met his daughter and son ln law. He was awarded Jnanpith Award in 2016-Sahitya Academy award in 1977. A versatile person-taught at several universities. pic.twitter.com/QPpLPg84jx
— Jagdeep Dhankhar (@jdhankhar1) January 22, 2020
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 22, 2020 1:08 PM IST