#কলকাতা: মুখ্যমন্ত্রীর ফোন ট্যাপ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মানতে নারাজ বিজেপি। পাল্টা মমতার বিরুদ্ধেই ফোনে আড়িপাতার অভিযোগে সরব তারা। কার্যত একই সুর রাজ্যপালের গলাতেও। প্রশাসনের বিরুদ্ধে সরাসরি গোপনীয়তায় আঘাতের অভিযোগ তুললেন জগদীপ ধনখড় ৷
শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। মমতার তোলা যাবতীয় অভিযোগ অবশ্য উড়িয়ে তাঁকেই পাল্টা নিশানা করে বিজেপি। এদিন সেই প্রসঙ্গেই তির্যক মন্তব্য রাজ্যপালের ৷ জগদীপ ধনখড় বলেন, ‘মুখ্যমন্ত্রীর কাছে কী তথ্য আছে জানি না ৷ এরাজ্যেও ব্যক্তির গোপনীয়তা ভঙ্গ হচ্ছে ৷ অনেকেই আমাকে সেই অভিযোগ করেছেন ৷’
এর আগে মমতার মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গী বলেন, ‘মমতা বিরোধী এমনকি তৃণমূলের লোকেদেরও ফোন ট্যাপ করেন। ২ বছর ধরে রাজীব কুমারকে দিয়ে উনি ফোন ট্যাপ করেছেন। কেন্দ্রের বিরুদ্ধে কিছু বলার আগে নিজে কী করেছেন সেটা বলুন ৷’ রবিবার মুখ খুললেন রাজ্যপাল। তাঁর গলাতেও যেন একই সুর। ফোনে আড়ি পাতার অভিযোগ ঘিরেও কি ফের রাজ্য সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়াচ্ছেন রাজ্যপাল?
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।