#কলকাতা: নেতাজির জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ এদিন ধনখড় ট্যুইট করে লিখলেন, ‘ওনার সাহসিকতা আমাদের অনুপ্রেরণা ৷ নেতাজির দেশপ্রেমকে সম্মান করি ৷ ওনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অসামান্য ৷’
নেতাজি মানেই দেশবাসীর আবেগ ৷ বাঙালিদের কাছে এই আবেগ যেন একটু বেশিই৷ নেতাজির ১২৩ তম জন্মদিবসকে ঘিরে গোটা দেশেই নানারকম অনুষ্ঠান ৷ এমনকী, পড়শী রাজ্য ঝাড়খন্ডে ২৩ জানুয়ারি ছুটি ঘোষণা করেছে সরকার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।