Governor CV Ananda Bose: মুখ্যমন্ত্রীর আবেদনেও দিলেন না সাড়া, শুক্র সকালেই মুর্শিদাবাদের পথে রাজ্যপাল

Last Updated:

Governor CV Ananda Bose: ইতিমধ্যেই বর্তমান পরিস্থিতিতে কাউকে মুর্শিদাবাদ না যাওয়ার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কার্যত সেই আবেদন অগ্রাহ্য করেই মুর্শিদাবাদে যাওয়ার সিদ্ধান্তে অটল সিভি আনন্দ বোস।

সিভি আনন্দ বোস
সিভি আনন্দ বোস
কলকাতা: মুর্শিদাবাদ পরিস্থিতি সরেজমিনে দেখতে যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সাম্প্রতিক অশান্তির পরিস্থিতিতে সম্ভবত শুক্রবারই মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যপাল। ইতিমধ্যেই বর্তমান পরিস্থিতিতে কাউকে মুর্শিদাবাদ না যাওয়ার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কার্যত সেই আবেদন অগ্রাহ্য করেই মুর্শিদাবাদে যাওয়ার সিদ্ধান্তে অটল সিভি আনন্দ বোস।
রাজ্যপাল বলেন, “এখন সবটা নিয়ন্ত্রণে। আমি খুশি। মুখ্যমন্ত্রী অনুরোধ করলেও আমি যাব সেখানকার পরিস্থিতি নিজের চোখে দেখতে।” সিভি আনন্দ বোস মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গে বলেন, “ওখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজভবন রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সঙ্গে মিলে কাজ করবে।”
advertisement
advertisement
এদিন মুর্শিদাবাদ পরিস্থিতি নিয়ে রাজভবনে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঘরছাড়াদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপরই আগামিকাল অর্থাৎ শুক্রবারই মুর্শিদাবাদ ও মালদহে যাওয়ার সিদ্ধান্ত রাজ্যপালের।
advertisement
রাজভবন সূত্রের খবর, শুক্রবার অশান্তি বিধ্বস্ত এলাকা ঘুরে দেখবেন রাজ্যপাল। এদিন সাংবাদিক বৈঠকে সিভি আনন্দ বোস জানান, “মুর্শিদাবাদে যদি সত্যিই শান্তি ফিরে আসে, তাহলে তার থেকে ভাল খবর কিছু হতে পারে না। তবে সেখানের পরিস্থিতি সরেজমিনে দেখতে চান তিনি।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Governor CV Ananda Bose: মুখ্যমন্ত্রীর আবেদনেও দিলেন না সাড়া, শুক্র সকালেই মুর্শিদাবাদের পথে রাজ্যপাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement