Panchayat Election 2023: ফের তলব, রাজ ভবনে যাবেন না এড়াবেন নির্বাচন কমিশনার?

Last Updated:

গতকালই ভাঙড়ে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ কথা বলেন স্থানীয় মানুষের সঙ্গে৷

নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের৷
নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের৷
কলকাতা: ভাঙড়ের পরিস্থিতি নিজের চোখে দেখে আসার পর ফের একবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ এ দিন বেলা ২ টোয় নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব করা হয়েছে বলে খবর৷
তবে রাজ্যপালের তলব পেলেও নির্বাচন কমিশনার আজই রাজ ভবনে যাবেন কি না, তা নিয়ে ধোঁয়াশাও রয়েছে৷ কারণ পঞ্চায়েতে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নের স্ক্রটিনি চলছে, এই যুক্তি দেখিয়ে কমিশনার আজ রাজ ভবনে নাও যেতে পারেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর৷
পঞ্চায়েতে মনোনয়ন জমাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়েছিল ভাঙড়৷ তৃণমূল- আইএসএফ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিন জন৷ ভাঙচুর হয়েছে দোকানপাট, ঘরবাড়ি, পুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক গাড়ি৷ আহত হয়েছেন বহু মানুষ৷ শুধু ভাঙড় নয়, উত্তর দিনাজপুরের চোপড়া, মুর্শিদাবাদের ডোমকল, রানিনগর, উত্তর চব্বিশ পরগণার বসিরহাট সহ একাধিক জায়গায় মনোনয়ন জমা দিতে গিয়ে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে৷
advertisement
advertisement
এই পরিস্থিতিতে গতকালই ভাঙড়ে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ কথা বলেন স্থানীয় মানুষের সঙ্গে৷ এর পরেই কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যপাল৷ তার পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই আজ নির্বাচন কমিশনারকে ডেকে পাঠালেন রাজ্যপাল৷ পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর এ নিয়ে দু বার রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল৷
advertisement
এ দিকে আজই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার৷ যা থেকে স্পষ্ট, কমিশন নির্বাচনে রাজ্যের সর্বত্র কেন্দ্রীয় বাহিনী ব্যবহারে ইচ্ছুক নয়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election 2023: ফের তলব, রাজ ভবনে যাবেন না এড়াবেন নির্বাচন কমিশনার?
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement