সহযোগীতা করছে সরকার, ৩ দিনের বাস ও মিনি বাস ধর্মঘট আপাতত স্থগিত
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
৭ টাকায় বাস চালালে ঘরে আর কিছুই তোলা যাচ্ছে না বলে দাবি মালিক সংগঠনের । বাসের ভাড়া অন্তত দ্বিগুণ বৃদ্ধি করার দাবি জানিয়েছেন তাঁরা ।
#কলকাতা: আজ, বৃহস্পতিবার থেকে লাগাতার তিন দিনের জন্য শুরু হওয়ার কথা ছিল রাজ্যব্যাপী বাস ও মিনি বাস ধর্মঘটের । কিন্তু বনধ শুরু কয়েক ঘণ্টায় আগে তা স্থগিত করার সিদ্ধান্ত নিলেন বাস মালিকরা ।বুধবারের বৈঠকে ৭২ ঘণ্টার বাস ও মিনি বাস ধর্মঘট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
বাস মালিক সংগঠনের তরফে জানা গিয়েছে, সরকার তাঁদের সঙ্গে সহযোগীতা করছে । মুখ্যসচিব তাঁদের দাবিদাওয়া মেটানোর আশ্বাস দিয়েছেন । তাই আরও কিছুদিন সরকারকে সময় দিতে চান তাঁরা । আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে সমস্যার সমাধান না হলে, ফের তাঁরা ধর্মঘটের পথেই হাঁটবেন বলেও জানিয়ে দেওয়া হয়েছে ।
advertisement
লকডাউনের কারণে অনেকদিন বন্ধ ছিল বাস পরিষেবা । ফলে বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বাস মালিক ও চালকদের । এখন যখন পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছে তখনই মাত্রাতিরিক্ত হারে বেড়ে গিয়েছে পেট্রল, ডিজেলের দাম । জ্বালানি তেলের উপর GST বসার ফলে দাম এখন আকাশছোঁয়া। ফলে নূন্যতম ভাড়ায় বাস চালানো আর স্বাভাবিক হচ্ছে না । ৭ টাকায় বাস চালালে ঘরে আর কিছুই তোলা যাচ্ছে না বলে দাবি মালিক সংগঠনের । বাসের ভাড়া অন্তত দ্বিগুণ বৃদ্ধি করার দাবি জানিয়েছেন তাঁরা ।
advertisement
advertisement
এই সমস্ত দাবি দাওয়া নিয়েই ২৮, ২৯, ৩০ জানুয়ারি গোটা বাংলা বাস ও মিনিবাস সংগঠনের ডাক দেওয়া হয়েছিল । তবে সরকারের নরম মনোভাবে আপাতত তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 28, 2021 8:39 AM IST