Salary: বড় সুখবর, বেতন বাড়ল শিশুশিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের কর্মচারীদের! কত টাকা বাড়বে? দেখে নিন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Salary: এবার বেতন বাড়ল রাজ্যজুড়ে শিশুশিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের কর্মচারীদের। রাজ্য স্কুল শিক্ষা দফতরের অধীনে রয়েছে একাধিক শিশুশিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র।
কলকাতা: এবার বেতন বাড়ল রাজ্যজুড়ে শিশুশিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের কর্মচারীদের। রাজ্য স্কুল শিক্ষা দফতরের অধীনে রয়েছে একাধিক শিশুশিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। সূত্রের খবর অনুযায়ী, শিশুশিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সহায়ক, মুখ্য সহায়ক, সম্প্রসারক, মুখ্য সম্প্রসারকদের বেতন বাড়ানোর নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর।
সূত্রের খবর অনুযায়ী, ৩ শতাংশ বেতন বাড়ানোর নির্দেশিকা জারি করা হয়েছে। এই কেন্দ্রগুলির সহায়ক – সহায়িকারা এতদিন বেতন পেতেন ১১২৫৫ টাকা। এবার বেতন পাবেন ১১৫৯৩ টাকা। মুখ্য সহায়ক মুখ্য সহায়কারা বেতন পেতেন এতদিন ১১ হাজার ৬৩৮ টাকা। ৩ শতাংশ বেতন বেড়ে এবার বেতন পাবেন ১১৯৮৭ টাকা।
advertisement
advertisement
সম্প্রসারক বা সম্প্রসারিকাদের এতদিন বেতন ছিল ১৪ হাজার ৬৩২ টাকা। এবার বেতন বেড়ে হল ১৫ হাজার ৭১ টাকা। মুখ্য সম্প্রসারক মুখ্য সম্প্রসারিকাদের এতদিন বেতন ছিল ১৫ হাজার ৭৫৮ টাকা। ৩ শতাংশ বেতন বেড়ে এবার হল ১৬২৩১ টাকা। ১ ফেব্রুয়ারি থেকে এই নির্দেশিকা কার্যকরী হবে। স্কুল শিক্ষা দফতরের তরফে নির্দেশিকা দিয়ে তেমনটাই জানানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 21, 2025 8:54 PM IST