সদস্য সংগ্রহ অভিযানে নামছে শাসক দলের সরকারি কর্মচারী সংগঠন
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
শুরুর দিন থেকেই 'দুয়ারে সরকার' প্রকল্পের শিবিরে ভিড় উপচে পড়েছে।
#কলকাতা: সদস্য সংগ্রহ অভিযানে নামছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। ফেডারেশনের চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে এই সদস্য সংগ্রহ অভিযান। তবে সদস্য বাছাই করে নেওয়া হবে। যারা সদস্য হবেন, তাদের অর্থের বিনিময়ে সদস্য করা হবে না। এখন এই সংগঠনের সদস্য সংখ্যা রয়েছে প্রায় ৭ লাখ। সেই সংখ্যা আরও বৃদ্ধি করতে চাইছে শাসক দলের কর্মী ফেডারেশন।
এদিন বিধানসভায় বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়। যেখানে হাজির হয়েছিলেন প্রতিটি জেলার সভাপতিরা। হাজির ছিলেন জেলা কমিটির সদস্যরা। আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতি জেলার দুই জন করে সদস্যকে নিয়ে অ্যাডহক রাজ্য কমিটি গঠন করা হবে। দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন নিয়ে সেই কমিটি গঠন করা হবে। ইতিমধ্যেই যারা যারা সভাপতি আছেন তাদের নামের তালিকাও জেলাগুলিতে পাঠিয়ে দেওয়া হবে।
advertisement
এদিনের বৈঠকে আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বদলি নীতিতে কিভাবে স্বচ্ছতা আনা যায়। সব জেলায় সভাপতি এক থাকলেও, ঝাড়গ্রাম জেলায় সভাপতি বদল করা হবে।লক্ষ্য সরকারি কর্মচারীদের মন ধরে রাখা। প্রতিনিয়ত কাজ করতে গিয়ে তাদের অভিজ্ঞতা কেমন। তা বুঝতে এবার নজর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আজ বিধানসভায় নিজের কক্ষে ২৪টি জেলার কর্মচারী সংগঠনের সভাপতি ও রাজ্য নেতৃত্বের সাথে বৈঠক করলেন পার্থ চট্টোপাধ্যায়। দুয়ারে সরকার থেকে লক্ষ্মীর ভান্ডার। কন্যাশ্রী থেকে সমব্যথী। রাজ্য সরকার একাধিক সামাজিক প্রকল্প চালু করেছে। চালু হওয়া এই প্রকল্পের সুবিধা যাতে সহজেই সমাজের সর্বস্তরের মানুষ পেতে পারেন সেদিকেও নজর রয়েছে রাজ্য সরকারের। আর সে কারণেই জোর দেওয়া হয়েছে 'দুয়ারে সরকার' ক্যাম্পে। আর এই গোটা কার্যাবলী সম্পন্ন করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তাই সরকারি কর্মচারীদের অভিজ্ঞতা জানতে চায় তৃণমূল কংগ্রেস৷ তাদের বাস্তব অভিজ্ঞতা শুনেই দলের তরফে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হতে পারে প্রকল্প রুপায়ণে। তাই দলের সরকারি কর্মচারী সংগঠনের নেতা ও প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে।
advertisement
advertisement
শুরুর দিন থেকেই 'দুয়ারে সরকার' প্রকল্পের শিবিরে ভিড় উপচে পড়েছে। প্রশাসনিক মহলের খবর, রাজ্যে উপভোক্তাদের চাহিদার নিরিখে শীর্ষ স্থানে আছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। প্রায় ৫০ লক্ষ আবেদন জমা পড়েছে। রাজ্য সরকার সূত্রে খবর, সবচেয়ে বেশি ভিড় হয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলায়। তারপর ভিড়ের লড়াইয়ে আছে মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগণা জেলা। গোটা রাজ্যের বিভিন্ন শিবির থেকে প্রায় ১৮টি প্রকল্পে আবেদনের সুযোগ রেখেছে রাজ্য সরকার। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। এই সব প্রকল্পকে সমাজের একেবারে নীচু স্তর অবধি পৌছে দিতে একদিকে আশা কর্মী, অন্যদিকে অঙ্গনওয়াড়ী কর্মী এছাড়া স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ও কন্যাশ্রী প্রকল্পের আওতায় থাকা ছাত্রীদেরও ব্যবহার করা হচ্ছে৷ এবার সরকারি কর্মচারীদের থেকে সেই অভিজ্ঞতা জানতে চায় শাসক দল। গোটা পরিস্থিতি নিয়ে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, "নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি মতো মুখ্যমন্ত্রী এই প্রকল্প শুরু করে দিয়েছেন। সব জায়গায় বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীরা এই দায়িত্ব পালন করছেন। তাই তাদের অভিজ্ঞতা জানতেই ফেডারেশনের রাজ্য ও জেলার নেতাদের সাথে মত বিনিময়ের কথা ভাবা হচ্ছে।"
advertisement
প্রসঙ্গত, দল ছেড়ে যাওয়ার আগে দীর্ঘ সময় এই সংগঠনের দেখভাল করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বিজেপিতে চলে যাওয়ার আগে বেশ কিছু সাংগঠনিক রদবদল হয়। নতুন করে সাজানো হবে কর্মচারী সংগঠন। রাজ্য বা জেলা স্তরে কোথাও এখনও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি৷ জেলা কমিটির সভাপতি মনোনীত হলেও রাজ্য স্তরে এখনও তা হয়নি৷ এই সব বিষয়ও গুরুত্ব পাবে এই আলোচনায়। রাজনৈতিক মহলের মতে, পুরভোটের আগে এই পর্যালোচনা এবং মত বিনিময় বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিধানসভা ভোটে অবশ্য তৃণমূলকে ভোট বাক্সে সমর্থন জুগিয়েছে সরকারি কর্মচারীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Aug 24, 2021 11:37 PM IST










