প্রতি ধাপে ১ টাকা করে বাড়ল বাসভাড়া, বাড়ছে ট্যাক্সি-লঞ্চের ভাড়াও

Last Updated:

ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে প্রতি ধাপে ১ টাকা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

#কলকাতা: বাসমালিকদের দাবি মেনে প্রতি ধাপে এক টাকা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷ নবান্নে বাসমালিকদের সংগঠনের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ শুধু বাস নয়, বাড়ছে ট্যাক্সি ও লঞ্চের ভাড়াও ৷
ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে বহুদিন ধরেই বাস ভাড়া বাড়ানোর দাবি করে আসছিলেন বাস মালিকেরা ৷ সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে ভাড়া বাড়ানোর দাবি না মানা হলে ৭ জুন থেকে বাস ধর্মঘটের হুমকি দিয়েছিলেন বাসমালিক সংগঠনগুলি ৷ বাসমালিকদের দাবি মেনে এদিন নবান্নে বৈঠকে বসেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ বহু আলাপ আলোচনার পর সব স্তরে ও সব বাসের ভাড়া এক টাকা করে বৃদ্ধির প্রস্তাবে সায় দেয় পরিবহনমন্ত্রক ৷
advertisement
আরও পড়ুন,
advertisement
তবে বাসভাড়া বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে পরিবহনমন্ত্রী বলেন, ‘ডিজেলের দাম কমলে কমবে ভাড়া ৷’ বাসভাড়া ঠিক করতে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী ৷
এবার থেকে বাসের ন্যূনতম ভাড়া দাঁড়াল ৭ টাকা ৷ ২০১৪ সালের পর বাসভাড়া বাড়ল রাজ্য সরকার ৷ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বাস ভাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ট্য়াক্সি চড়ার খরচও ৷ বাসের সঙ্গে সঙ্গে ট্যাক্সি ভাড়াও শীঘ্রই বাড়বে ৷ বাড়ছে জলপথে পরিবহনের খরচও ৷ তবে ট্যাক্সি ও লঞ্চের ভাড়া কত টাকা বাড়ানো হবে সে সম্পর্কে কিছু স্পষ্টভাবে ঘোষণা করা হয়নি ৷ ভাড়া বৃদ্ধি নিয়ে যদিও মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন সাধারণ মানুষ ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রতি ধাপে ১ টাকা করে বাড়ল বাসভাড়া, বাড়ছে ট্যাক্সি-লঞ্চের ভাড়াও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement