এবার থেকে SC-ST প্রবীণ ও আদিবাসীদের পেনশন দেবে সরকার, ঘোষণা রাজ্য বাজেটে
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
প্রায় সকলের জন্যই বাজেটে নানা ঘোষণা। তার মধ্যে উল্লেখযোগ্য হল তফশিলি জাতি ও উপজাতির এবং আদিবাসী জন্য সরকারের বিশেষ ঘোষণা ৷
#কলকাতা: ভোটের আগে রাজ্য বাজেট। তৃণমূল সরকার বলছে দরকারের বাজেট। দোরগোড়ায় পুরভোট। বছর গড়ালেই বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। প্রায় সকলের জন্যই বাজেটে নানা ঘোষণা। তার মধ্যে উল্লেখযোগ্য হল তফশিলি জাতি ও উপজাতির এবং আদিবাসী জন্য সরকারের বিশেষ ঘোষণা ৷
তফশিলি জাতির প্রবীণদের জন্য এবার পেনশনের কথা ঘোষণা করল রাজ্য সরকার৷ বন্ধু প্রকল্পে রাজ্যের ৬০ বছরের বেশি বয়সী মানুষদের মাসে ১০০০ টাকা করে পেনশন দেওয়ার কথা রাজ্য বাজেটে ঘোষণা করেন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ এই প্রকল্পের জন্য ২৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ রাজ্য সরকারের দাবি, এতে উপকৃত হবেন ২১ লক্ষ মানুষ ৷ তবে অন্য কোনও প্রকল্পে পেনশন পেলে এই প্রকল্পে ভাতা মিলবে না ৷
advertisement
শুধু তফশিলি জাতিই নয়, তফশিলি উপজাতি ও আদিবাসী সম্প্রদায়ের প্রবীণ মানুষদের জন্য জয় বাহার প্রকল্পের ঘোষণা রাজ্য সরকারের ৷ ষাট বছরের বেশি বয়সী সমস্ত আদিবাসী ও তফশিলি উপজাতির মানুষকে মাসে ১০০০ টাকা করে ভাতা দেওয়া হবে ৷ উপকৃত হবেন চার লক্ষ মানুষ ৷ এর ফলে বছরে ৫০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে সরকারের ৷
advertisement
advertisement
বিরোধীরা কটাক্ষ করে বলছে, বাজেটের সব ঘোষণাই আসলে ভোটের দিকে তাকিয়ে। বিরোধীদের প্রশ্ন, এত টাকা আসবে কোথা থেকে? ভোটের আগে বাজেট ঘিরে এ ভাবেই রাজ্য রাজনীতিতে তরজা তুঙ্গে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 10, 2020 5:30 PM IST