অকালপ্রয়াত ওয়েবকুপার নেত্রী কৃষ্ণকলি বসু! হঠাৎ কী হল? দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে শোকাচ্ছন্ন ব্রাত্য
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
প্রয়াত তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েপ কুপার সাধারণ সম্পাদক শ্রীমতি কৃষ্ণকলি বসু।
কলকাতা: প্রয়াত তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েপ কুপার সাধারণ সম্পাদক শ্রীমতি কৃষ্ণকলি বসু। তিনি ব্যারাকপুর রাষ্ট্রগুরু রবীন্দ্রনাথ কলেজে অধ্যাপিকা ছিলেন। বেশ কয়েকবছর ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। গত সাতদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। তাঁকে ভেন্টিলেশনেও রাখা হয়। অবশেষে, আজ রবিবার শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
রবিবার, শিক্ষামন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘‘আমার দীর্ঘদিনের সহকর্মী এবং WBCUPA-র সাধারণ সম্পাদক শ্রীমতী কৃষ্ণকলি বসুর অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই ও তাঁর আত্মার শান্তি কামনা করি।’’
আমার দীর্ঘদিনের সহকর্মী এবং WBCUPA-র সাধারণ সম্পাদক শ্রীমতী কৃষ্ণকলি বসুর অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই ও তাঁর আত্মার শান্তি কামনা করি। pic.twitter.com/SF06JNZbtg
— Bratya Basu (@basu_bratya) September 7, 2025
advertisement
advertisement
advertisement
ব্যারাকপুর রাষ্ট্রগুরু রবীন্দ্রনাথ কলেজের ইংরেজির অধ্যাপিকা ছিলেন কৃষ্ণকলি বসু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েপ কুপার সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওয়েব কুপার রাজ্য সভাপতি ছিলেন। তারপর রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ওয়েবকুপার। কিডনির অসুখে ভুগছিলেন গত ৬-৭ বছর ধরেই। গত সাত দিনে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। রবিবার প্রয়াণ হয়েছে তাঁর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2025 4:47 PM IST