‘গৌতম কুণ্ডু বিশ্বাসঘাতকতা করেছেন’, জেরায় বললেন তাপস পাল

Last Updated:

এবার তাপসের টার্গেট গৌতম কুণ্ডু ৷ গতকাল গভীর রাত পর্যন্ত জেরা করায় হয় তৃণমূল সাংসদ তাপস পালকে ৷ জেরায় উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ৷

#ভুবনেশ্বর: এবার তাপসের টার্গেট গৌতম কুণ্ডু ৷ গতকাল গভীর রাত পর্যন্ত জেরা করায় হয় তৃণমূল সাংসদ তাপস পালকে ৷ জেরায় উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ৷
জেরায় তাপস পাল জানিয়েছেন, ওড়িয়া ছবিতে অভিনয়ের জন্য তাপসকে প্রস্তাব দেন রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু ৷ রোজভ্যালির প্রচারের জন্য আশ্বাস দেন তাপস ৷ তখন ভুলবশত বেশ কিছু কাগজে সই করেন বলে দাবি তাপসের ৷ ওড়িশার কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে আলাপ করান গৌতম কুণ্ডু ৷ ওড়িশার কিছু পরিচালকের সঙ্গে গৌতমের আলাপ করান তাপস পাল ৷ জেরায় এমনটাই জানিয়েছেন তাপস পাল ৷
advertisement
এর পাশাপাশি রোজভ্যালিতে সুদীপ-যোগ নিয়েও জেরা করা হয় তাপসকে ৷ রোজভ্যালির ব্যবসার প্রসারে সুদীপের ভূমিকা, কতটা প্রভাব খাটিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ? তাপস পালের কাছে জানতে চায় সিবিআই ৷ সুদীপের বিরুদ্ধে আগেই বেশকিছু তথ্য রয়েছে সিবিআইয়ের কাছে ৷ আগামিকাল সিবিআই অফিসে হাজিরার কথা সুদীপের ৷ যদিও আরও সময় চেয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ তবে তাঁকে আরও সময় দিতে নারাজ সিবিআই ৷
advertisement
advertisement
রাতভোর জেরার কারণে শারীরিক অসুস্থতার কথা সিবিআই-কে বারবার জানান তাপস পাল ৷
প্রসঙ্গত বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় শুক্রবার দু'দফায় চার ঘণ্টার জেরার পর তৃণমূল সাংসদকে গ্রেফতার করে সিবিআই। জেরায় উঠে আসে বেশ কয়েকজন সাংসদ-নেতা-মন্ত্রীর নামও। জিজ্ঞাসাবাদের জন্য আগামীদিনে ডাকা হতে পারে তাঁদের ৷ রাতভোর ভুবনেশ্বরের সিবিআই অফিসে তাপস পালকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ রাতে ফের অসুস্থ বোধ করেন তাপস পাল ৷ চিকিত্সকরা পরীক্ষা করেন তাপস পালকে ৷ রোজ ভ্যালির ব্যবসা সম্প্রসারণে সাহায্য করেন তিনি বলে অভিযোগ ৷ নদিয়া জেলায় টাকা সংগ্রহেও ভূমিকা ছিল তাঁর ৷ সাধারণ মানুষের টাকা তোলায় সহযোগিতার কাজে প্রত্যক্ষভাবে জড়িয়েছিলেন তিনি ৷ তাপস পালের কাছে বশ কিছু নথি চাওয়া হয়েছিল ৷ সেই নথিও দেননি তাপস বলে অভিযোগ ৷ সিবিআইয়ের কাছে সদুত্তর দিতে পারেননি তাপস ৷ এরপর তাকে গ্রেফতার করা হয় ৷ রোজভ্যালির ফিল্ম ডিভিশন সংস্থার ডিরেক্টর করা হয় তাপস পালকে ৷ রোজভ্যালির সঙ্গে তাপস পালের চেক ও নগদে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে বলে সিবিআই সূত্রে খবর। চিট ফান্ডের টাকা সিনেমায় লগ্নি করতে সাহায্য করা হয়েছে বলে তাপস পালের বিরুদ্ধে অভিযোগ ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘গৌতম কুণ্ডু বিশ্বাসঘাতকতা করেছেন’, জেরায় বললেন তাপস পাল
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement