বাঁকুড়া এক প্রত্যন্ত গ্রাম থেকে যাত্রা শুরু, বিশ্বসেরার খেতাব পেলেন কৃতী চিকিৎসক ও বিজ্ঞানী ডাঃ উদয় চন্দ্র ঘোষাল
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
গ্যাস ও পরিপাকতন্ত্র সম্পর্কিত জটিল রোগের চিকিৎসায় নতুন দিক উন্মোচন করে তিনি চিকিৎসাবিজ্ঞানে এক অনন্য মাত্রা যোগ করেছেন। বর্তমানে তিনি কলকাতায় চিকিৎসা সেবা প্রদান করছেন এবং আধুনিক স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের নাগালে আনতে সক্রিয়ভাবে কাজ করছেন।
কলকাতা: চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে অসাধারণ গবেষণা ও অবদানের জন্য প্রতি বছর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বজুড়ে সেরা ২% বিজ্ঞানীর তালিকা প্রকাশ করে। এ বছরের সেই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেয়েছেন ভারতের তথা বাংলার কৃতী চিকিৎসক ও বিজ্ঞানী ডা. উদয় চন্দ্র ঘোষাল। বাঁকুড়া এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে ডা. ঘোষাল চিকিৎসা জগতে নিজের বিশেষ দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন।
গ্যাস ও পরিপাকতন্ত্র সম্পর্কিত জটিল রোগের চিকিৎসায় নতুন দিক উন্মোচন করে তিনি চিকিৎসাবিজ্ঞানে এক অনন্য মাত্রা যোগ করেছেন। বর্তমানে তিনি কলকাতায় চিকিৎসা সেবা প্রদান করছেন এবং আধুনিক স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের নাগালে আনতে সক্রিয়ভাবে কাজ করছেন।
advertisement
advertisement
তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার হল Breath Test, যা মানুষের নিঃশ্বাসে উপস্থিত হাইড্রোজেন ও মিথেন গ্যাসের পরিমাণ নির্ণয় করে। এই পরীক্ষার মূল ভিত্তি হল—যখন শরীরে নির্দিষ্ট ধরনের চিনি বা কার্বোহাইড্রেট সঠিকভাবে শোষিত হয় না, তখন তা বৃহদান্ত্রে গিয়ে ব্যাকটেরিয়ার মাধ্যমে গাঁজন প্রক্রিয়ায় হাইড্রোজেন ও মিথেন উৎপন্ন করে। এই গ্যাসগুলো রক্তে মিশে নিঃশ্বাসের মাধ্যমে বেরিয়ে আসে, এবং এই পরীক্ষার মাধ্যমে সহজেই বোঝা যায় অন্ত্রের জীবাণু ভারসাম্যহীনতা বা কার্বোহাইড্রেট শোষণজনিত নানা সমস্যা।
advertisement

ডা. ঘোষালের উদ্ভাবিত “Ghoshal’s Breath Calc” (Patent No. 202111029055) এই পরীক্ষায় হাইড্রোজেন ও মিথেনের মাত্রা নির্ণয়ের পাশাপাশি ‘এরিয়া আন্ডার দ্য কার্ভ’ হিসাব করে ফলাফলকে আরও নির্ভুল করে তোলে। তাঁর আরেকটি যুগান্তকারী আবিষ্কার হল “Indigenous Radio-opaque Marker for Assessment of Colonic Transit Time” (Patent No. 201611031351) , যা বৃহদান্ত্রের কার্যকারিতা ও গতি নির্ণয়ে চিকিৎসকদের নতুন দিশা দিয়েছে। চিকিৎসা ও গবেষণায় তাঁর এই অবদান বাংলার মুখ উজ্জ্বল করেছে। গ্যাস্ট্রোএনটেরোলজির ক্ষেত্রে ডা. উদয় চন্দ্র ঘোষাল আজ সমগ্র বাংলার গর্ব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 09, 2025 7:23 PM IST

