গড়িয়াহাটের হকারদের নতুন স্টল দিচ্ছে পুরসভা, সঙ্গে বিনামূল্যে বিদ্যুৎ-বিমা-লাইস

Last Updated:

স্টলের সঙ্গেই বিনামূল্যে বিদ্যুৎ, স্বাস্থ্য বিমা এবং ট্রেড লাইসেন্সের সুবিধা দিচ্ছে পুরসভা। তাই নতুন স্টল নিয়ে মোটের ওপর খুশি গড়িয়াহাটের হকাররা।

#কলকাতা: বারবার নকশা বদলের পরেও পুরোপুরি মনে ধরেনি পুরসভার দেওয়া স্টল। তবে স্টলের সঙ্গেই বিনামূল্যে বিদ্যুৎ, স্বাস্থ্য বিমা এবং ট্রেড লাইসেন্সের সুবিধা দিচ্ছে পুরসভা। তাই নতুন স্টল নিয়ে মোটের ওপর খুশি গড়িয়াহাটের হকাররা।
১৯ জানুয়ারি, ২০১৯, রাতের ভয়াবহ আগুনে শোভা হারিয়েছিল গড়িয়াহাট। পুড়ে গিয়েছিল গড়িয়াহাট মোড়ের একাধিক স্টলও। সেই সময়েই শহরজুড়ে হকারদের নতুন স্টল দেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। যা শুরু হওয়ার কথা গড়িয়াহাট থেকেই। অগ্নিকাণ্ডের পর পেরিয়ে গিয়েছে ছ’মাসের বেশি সময়। মাঝে বার দু’য়েক বদলের পর, গড়িয়াহাটের হকারদের নতুন স্টল দেওয়া শুরু করছে পুরসভা।
advertisement
গড়িয়াহাটে নতুন স্টল
- নতুন স্টলগুলি ৪ বাই ৪ ফুটের
advertisement
- উচ্চতা ৮ ফুট
- এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য স্টলের নীচে চাকা লাগানো রয়েছে
- স্টলে রয়েছে টিনের শেডও
- স্টলের মধ্যেই বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেছে পুরসভা
- হকারদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য বিমা ও ট্রেড লাইসেন্সের ব্যবস্থাও করেছে পুরসভা
advertisement
বারবার নকশা বদলেও পরেও পুরসভার দেওয়া নতুন স্টল পুরোপুরি মনে ধরেনি গড়িয়াহাটের হকারদের।
নতুন স্টলে সমস্যা
- গড়িয়াহাটে এক একজন হকারের দোকানের মাপ একেকরকম
- কিন্তু পুরসভা প্রত্যেককে একই মাপের স্টল দিচ্ছে
- এর ফলে দোকানের অবস্থান পালটে যাবে
- পণ্য সাজিয়ে রাখার জন্য উপযুক্ত নয় স্টলগুলি
- ক্রেতাদের জন্য তৈরি শেড ফোল্ড করার ব্যবস্থা নেই
advertisement
- ফলে ঘিঞ্জি ফুটপাথে স্টল বসাতে সমস্যা হবে
ছোটখাটো বেশ কয়েকটি সমস্যা থাকলেও, পুরসভার দেওয়া স্টলে মোটের উপর খুশি হকাররা।
আপাতত গড়িয়াহাটে আগুনে ক্ষতিগ্রস্ত উনত্রিশ জন হকারকে নতুন স্টল দিচ্ছে পুরসভা। ধাপে ধাপে গোটা শহরকেই নীল-সাদা নতুন স্টলে মুড়ে ফেলতে চায় কলকাতা পুরসভা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
গড়িয়াহাটের হকারদের নতুন স্টল দিচ্ছে পুরসভা, সঙ্গে বিনামূল্যে বিদ্যুৎ-বিমা-লাইস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement