Ganesh Chaturthi 2023: জনকল্যাণে অনুপ্রেরণা! কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরে ধুমধাম করে গণপতি বন্দনা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Ganesh Chaturthi 2023: কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির আগাগোড়াই মানুষের কল্যাণের কথা ভেবে এসেছে। অ্যাডভান্সড বিউটি থেরাপি, অ্যাডভান্সড পোশাক ডিজাইনিং, স্পোকেন ইংলিশ-সহ নানা কোর্স করানো হচ্ছে মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে।
কলকাতা: গণপতির বন্দনায় মেতে উঠল কলকাতা। শহরের সিদ্ধিবিনায়ক মন্দিরে উৎসবের আমেজ। শহর জুড়েও রইল তারই রেশ।
এই দেবস্থানের ইতিহাস কম আকর্ষণীয় নয়। শৈশবের দুই বন্ধু, রাধেশ্যাম আগরওয়াল এবং রাধেশ্যাম গোয়েঙ্কা, বড় বাজারের প্রায় ২০০ বছরের পুরনো মল্লিক কুঠি কিনেছিলেন। সেখান থেকেই তাঁরা তাঁদের শিল্পযাত্রা শুরুর স্বপ্নকে বাস্তবায়িত করেন। কৃতজ্ঞতার চিহ্ন হিসাবে, দুই বন্ধু জনকল্যাণের উদ্দেশ্যে মুক্তারাম বাবু স্ট্রিটের বাড়ি শ্রীসিদ্ধিবিনায়কের চরণে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। কোভিডের ঠিক আগে ২০২০ সালে ২৮ ফেব্রুয়ারি সেই স্থানটি ভগবান সিদ্ধিবিনায়কের চরণে নিবেদন করা হয়েছিল।
advertisement

advertisement
কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির আগাগোড়াই মানুষের কল্যাণের কথা ভেবে এসেছে। অ্যাডভান্সড বিউটি থেরাপি, অ্যাডভান্সড পোশাক ডিজাইনিং, স্পোকেন ইংলিশ-সহ নানা কোর্স করানো হচ্ছে মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে। এ ছাড়াও কর্তৃপক্ষের উদ্যোগে সারা বছর বিনামূল্যে নানা টেস্ট এবং চিকিৎসারও সুযোগ রয়েছে।

advertisement
সারা পৃথিবীর কাছেই কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির অনুপ্রেরণা হয়ে উঠেছে। এই মন্দিরে কোনও প্লাস্টিক বা প্লাস্টিকজাত দ্রব্যের ব্যবহার হয় না। বিশেষ ভাবে সক্ষমদের জন্যও নানা ব্যবস্থা আছে সেখানে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2023 5:32 PM IST
