সোনিকার মৃত‍্যুতে কাঠগড়ায় বিক্রম, তাহলে কী বন্ধ হয়ে যাবে ইচ্ছেনদী সিরিয়াল ?

Last Updated:

টেলিভিশনের প্রাইম টাইমের নায়ক তিনি। প্রতিটি বাড়ির ঘরের ছেলে অনুরাগ। ইচ্ছেনদীর দৌলতে বিক্রম বাড়ির মা কাকীমাদের ফেভারিট।

#কলকাতা: টেলিভিশনের প্রাইম টাইমের নায়ক তিনি। প্রতিটি বাড়ির ঘরের ছেলে অনুরাগ। ইচ্ছেনদীর দৌলতে বিক্রম বাড়ির মা কাকীমাদের ফেভারিট। তারই এহেন পরিস্থিতি রীতিমত কপালে ভাঁজ ফেলছে এই সিরিয়ালের দর্শকদের। কোন দিকে যাবে ইচ্ছেনদীর গতি, তা নিয়ে নানান প্রশ্ন থাকলেও উত্তর অজানা।
প্রাইম টিভি সিরিয়াল ইচ্ছেনদীর নায়কের ভবিষ‍্যত নিয়ে শঙ্কিত অনেকেই। সিরিয়ালের গতি কোন দিকে যাবে তা ঠিক হবে বিক্রমের ভবিষ্যতের ওপর। যদি সোনিকা কেস থেকে রেহাই পান বিক্রম সেক্ষেত্রে ফিরে আসবেন লিগে। তবে যদি আইনি জটিলতা বাড়ে তখন কোন দিকে যাব সিরিয়ালের নায়কের চরিত্রের গ্রাফ তা নিয়ে সঠিক কেউই কিছু বলতে পারছেন না।
advertisement
যদিও সিরিয়ালে তার অ‍্যাক্সিডেন্ট হয়েছে বলে আপাতত কয়েকটি মাত্র সিনে দেখানো হচ্ছে তাকে। তবে এই অবস্থা খুব বেশি চলবে না। ফলে বিক্রমের ভবিষ্যতের সঙ্গে সঙ্গে ঝুলে আছে সিরিয়ালের ভাগ‍্যও।
advertisement
এমনিতেই মেগা সিরিয়ালের কোনও ওয়ান লাইনার হয় না। সময়ের সঙ্গে সঙ্গে এবং টিআরপি অনুযায়ী নির্ধারিত হয় সিরিয়ালের গতি। এক্ষেত্রে বিক্রমের চরিত্রের চাহিদা থাকলেও তার জন্য এই টাইট শিডিউলে কাজ করা অসম্ভব। ফলে পরিচালক বা স্ক্রিপ্ট রাইটার কেউই জানেন না কীভাবে এগোনো হবে গল্পকে। পুরোটাই নির্ভর করছে বিক্রমের কেসের উপর।
advertisement
যদিও তার সহকর্মী সোলাঙ্কির মতে, তারা চুক্তিবদ্ধ। ফলে যে কোনও পরিস্থিতিতেই কাজে যোগ দেওয়াটাই তাদের নিয়ম। সেই কারনেই এই অবস্থাতেও কাজ করছেন বিক্রম।
আপাতত শুধু রাতের শিফ্টে, পার্পেল স্টুডিওতে কাজ করছেন বিক্রম। জানা যাচ্ছে কয়েকটি পর্বের আগাম শ্যুট করে রাখছেন তিনি। তবে ইচ্ছেনদীর গতি কোন দিকে এগোবে তা জানতে অপেক্ষা করতে হবে বিক্রমের রায়ের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সোনিকার মৃত‍্যুতে কাঠগড়ায় বিক্রম, তাহলে কী বন্ধ হয়ে যাবে ইচ্ছেনদী সিরিয়াল ?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement