মঙ্গলবারে পাশ, বৃহস্পতিতে ফেল চকোলেট বোমা, শব্দবাজির ভবিষ্যৎ কী?

Last Updated:

বিভিন্ন জায়গায় হানা দিয়ে আটক করা হয় শব্দবাজি। তাহলে কি হবে ইতিমধ্যেই তৈরি হওয়া শব্দবাজির ভবিষ্যৎ ?

#কলকাতা: মাঝে ছাড় ছিল মাত্র দুদিনের।  কিন্তু আটচল্লিশ ঘণ্টার মধ্যেই ফের নিষিদ্ধ বাজির তালিকায় চকোলেট ও দোদমা । বৃহস্পতিবার পরিবেশমন্ত্রীর ঘোষণার পরই নড়েচড়ে বসে প্রশাসন।  বিভিন্ন জায়গায় হানা দিয়ে আটক করা হয় শব্দবাজি।  তাহলে কি হবে ইতিমধ্যেই তৈরি হওয়া শব্দবাজির ভবিষ্যৎ ?  শব্দবাজির যোগান কি চোরাপথে আসবে বাজারে? বিক্রিও হবে দেদার? কিভাবে আটকানো যাবে শব্দবাজির দাপট? উঠে আসছে এমনই প্রশ্ন। তবে, সরকারের সিদ্ধান্ত বদলে ক্ষুব্ধ বাজি প্রস্তুতকারকরা। দিল্লির সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে দরবার করছেন তাঁরা।
মাত্র আটচল্লিশ ঘণ্টায় ভোলবদল। আর তাতেই চটেছেন বাজি প্রস্তুতকারকরা।  মঙ্গলবার বাজি পরীক্ষার পর ফোর এম এম সাইজের চকোলেট বোম পাশ করে দেয় রাজ্য দূর্ষণ নিয়ন্ত্রণ পর্ষদ।  কিন্তু বৃহস্পতিবার-ই তা নাকচ করে দেন পরিবেশমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন , বাজির মাপ নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। তাই শব্দবাজিতে নিষেধাজ্ঞা বহাল রাখা হচ্ছে।
advertisement
পরিবেশমন্ত্রীর ঘোষণার পরই নড়েচড়ে বসে প্রশাসন। শুরু হয় ধড়পাকড়। বৃহস্পতিবার রাতেই বারুইপুরের চম্পাহাটি থেকে নিষিদ্ধ শব্দবাজি-সহ একজনকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। উদ্ধার করা হয় প্রচুর শব্দবাজি। ছাড়পত্র পাওয়ার খবর পাওয়ার পরেই তৈরি করা হয়েছে চকোলেট বোমা। দাবি বাজি কারখানার শ্রমিকদের।
advertisement
পুলিশ, প্রশাসনের প্রতিশ্রুতি সত্ত্বেও আটকানো যায়নি চিনা শব্দবাজি। যত বাধা শুধু দেশিয় বাজি প্রস্ততুতকারকদের ক্ষেত্রে। অভিযোগ বাজি ব্যবসায়ীদের। তার মধ্যে এভাবে ৯০ ডেসিবেলের নীচে ছোট সাইজের চকোলেট বোম, দোদমার অনুমতি দিয়েও তা প্রত্যাহার করে নেওয়ায় বেজায় চটেছেন তাঁরা। ব্যবসায়ীদের প্রশ্ন, ইতিমধ্যেই তৈরি হয়ে যাওয়া এই বাজির ভবিষ্যৎ কী? বাজারে আসা আটকাতে কী ভূমিকা নেবে পুলিশ ?
advertisement
কড়া পুলিশি নজরদারি সত্ত্বেও চোরাগোপ্তা পথে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি আটকানো যায়নি। প্রতিবার  কালীপুজো, দিওয়ালিতেই তা স্পষ্ট।  এবার সরকার ও ব্যবসায়ীদের সঙ্ঘাতে চোরাবাজারে শব্দবাজির দাপট আরও বাড়ার আশঙ্কায় সাধারণ মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মঙ্গলবারে পাশ, বৃহস্পতিতে ফেল চকোলেট বোমা, শব্দবাজির ভবিষ্যৎ কী?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement