জল্পনার অবসান, কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন শুভব্রতর মায়ের

Last Updated:

ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর আজ বীণা মজুমদারের দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।

#কলকাতা: ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর আজ বীণা মজুমদারের দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। মৃত্যুর পর তিন বছর ধরে বেহালার জেমস লং সরণীর বাসিন্দা বীণা মজুমদারের দেহ সংরক্ষণ করে রাখেন ছেলে শুভব্রত। মায়ের অঙ্গগুলিকে আলাদা করে রাসায়নিকের সাহায্যে রাখা হয়েছিল। সংরক্ষণ করা হয়েছিল ভিসেরা। নিউজ 18 বাংলা প্রথম এই খবর প্রকাশ্যে আনে। পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর আজই তাঁর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। মঙ্গলবার কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
কলকাতার একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের নিউআলিপুর শাখা থেকে নিয়মিত বাণী মজুমদারের পেনশন তুলেছিলেন শুভব্রত। কী ভাবে তুললেন এই টাকা ? ব্যাঙ্কে লাইফ সার্টিফিকেট দিলেন কী ভাবে ? কেন এই ব্যাপারে শুভব্রতকে কোনও প্রশ্ন করা হয়নি ? তা-হলে কী ওই ব্যাঙ্কের কোনও কর্মীও এর পিছনে যুক্ত ? এই প্রশ্নের উত্তর পেতেই ওই ব্যাঙ্কের কয়েকজন কর্মী পুলিশের নজরে। জেমস লং সরণীর মজুমদার বাড়িতে গিয়ে তল্লাশি চালান ফরেন্সিক বিশেষজ্ঞরা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
জল্পনার অবসান, কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন শুভব্রতর মায়ের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement