চালু হল লোকাল ট্রেন, ভিড় সামাল দিতে আজ থেকে ১৯০ মেট্রো চলা শুরু কলকাতায় 

Last Updated:

অফিস টাইমে মেট্রো চলবে সাত মিনিট অন্তর। জেনে নিন কখন থেকে কখন কীভাবে পাবেন মেট্রো পরিষেবা।

#কলকাতা: লোকাল ট্রেন পরিষেবা চালু হয়ে গেলে ভালো সংখ্যক যাত্রী মিলবে এই আশায় আজ থেকে বাড়ানো হল মেট্রোর সংখ্যা। আজ বুধবার ১১ নভেম্বর  থেকে মিলবে কলকাতায় বেশি সংখ্যক মেট্রো।
রবিবার ৪ অক্টোবর থেকে চালু হয়েছে এই পরিষেবা। রবিবার মেট্রো চলছে ৭২ টি। ৩৬ আপ ও ৩৬ ডাউন মেট্রো চলছে। সকাল ১০ঃ১০ থেকে রাত ৯ঃ৩০ অবধি মিলছে মেট্রো অন্যদিকে আজ বুধবার থেকেই বাড়ানো হল কলকাতায় মেট্রোর সংখ্যা। ১৫২ আপ ও ডাউন মেট্রোর বদলে, আজ থেকে মেট্রো চলবে ১৯০টি। আনলক ৪ অধ্যায়ে মেট্রো  চলছিল প্রতি রেকে ৪০০ জন যাত্রী নিয়ে। পুজোর আগে থেকে সেই সংখ্যা বৃদ্ধি করে করা হয়েছে ৫৬০ জন। এখন সন্ধ্যায় ও অফিস টাইমে মিলছে অতিরিক্ত মেট্রো, শেষ মেট্রো দুই প্রান্ত থেকে ছাড়বে রাত ন'টায়। যাত্রী চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়ছিল রাত আটটায়। এবার থেকে দুই প্রান্তের শেষ মেট্রো ছাড়বে রাত ন'টায়। নোয়াপাড়া থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৮ঃ২৫ মিনিটে। আজ ১১ নভেম্বর থেকে মেট্রো চলবে ৯৫ আপ ও ৯৬ ডাউনে।
advertisement
অফিস টাইমে মেট্রো চলবে সাত মিনিট অন্তর। রবিবার মেট্রো চলবে শুধুমাত্র নোয়াপাড়া-কবি সুভাষ রুটে। ইস্ট ওয়েস্ট মেট্রো রবিবার এখনই চালু হচ্ছে না। রবিবার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ১০ঃ১০ মিনিটে। ২০ মিনিট অন্তর দেওয়া হবে পরিষেবা। সিনিয়র সিটিজেন দের লাগবে না কোনও ই-পাস৷ বয়সের প্রমাণ দেখিয়ে যাওয়া যাবে। পুজোর মরসুমে নিউ নরমাল মেট্রোয় অভ্যস্ত হয়ে উঠছে কলকাতা। তাই এবার রোববারেও চালু করা আছে মেট্রো পরিষেবা। সূত্রের খবর, সপ্তাহের বাকি দিন এখন যে রকম যাত্রী হচ্ছে। রবিবারেও লোকাল ট্রেন চলার জন্যে যাত্রী হবে। মেট্রো কর্তৃপক্ষ আশাবাদী এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, টালিগঞ্জ, দমদম, রবীন্দ্র সদন সহ একাধিক স্টেশনে ভিড় হবে। তবে এখন সিনিয়র সিটিজেনদের জন্যে সুখবর। কারণ সপ্তাহের প্রতি দিন তাদের কারও ই-পাস প্রয়োজন হবে না। অন্যান্য দিন অফিস টাইম বাদে ই-পাসের প্রয়োজন হত। ধাপে ধাপে লোকাল ট্রেনের ভিড় দেখে বাড়বে মেট্রো সংখ্যা।
advertisement
advertisement
ABIR GHOSHAL
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
চালু হল লোকাল ট্রেন, ভিড় সামাল দিতে আজ থেকে ১৯০ মেট্রো চলা শুরু কলকাতায় 
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement